Jaya-Amitabha-Rekha: 'অমিতাভ শুধুই আমার...আর ও আমারই থাকবে...' শুনেই পিছু হটলেন এই স্বপ্নসুন্দরী নায়িকা...

-Jaya-Amitabha-Rekha Love Triangle: চলচ্চিত্রবিদ হানিফ জাভেরি, তাঁদের জটিল সম্পর্কের নতুন কোণ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে জয়া বচ্চন একবার রেখাকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সে সময় অমিতাভ শহরে ছিলেন না। জয়া, রেখার সঙ্গে  দীর্ঘ সময় গল্প করেছিলেন। 

Updated By: Mar 28, 2025, 05:15 PM IST
Jaya-Amitabha-Rekha: 'অমিতাভ শুধুই আমার...আর ও আমারই থাকবে...' শুনেই পিছু হটলেন এই স্বপ্নসুন্দরী নায়িকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'দো আনজানে' ছবিতে কাজ করার সময় প্রথম আলাপ। সেই আলাপ প্রেমে গড়াতে বেশি সময় নেয়নি। দৃঢ় সম্পর্ক গড়ে ওঠে এরপর। অমিতাভ বচ্চন, জয়া বচ্চন এবং রেখার মধ্যে দীর্ঘদিন ধরে চলা প্রেমের ত্রিভুজ বলিউড ভক্তদের এখনও আকর্ষণ করে চলেছে।  সম্প্রতি এক পডকাস্টে প্রবীণ চলচ্চিত্রবিদ হানিফ জাভেরি, তাঁদের জটিল সম্পর্কের নতুন কোণ প্রকাশ করেছেন। তিনি দাবি করেছেন যে জয়া বচ্চন একবার রেখাকে মধ্যাহ্নভোজের জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। সে সময় অমিতাভ শহরে ছিলেন না। জয়া, রেখার সঙ্গে  দীর্ঘ সময় গল্প করেছিলেন। তারপর একসঙ্গে খাওয়া-দাওয়া। রেখা চলে আসার আগে জয়া জানিয়েছিলেন যে, 'অমিতাভ আমার। সে আমার ছিল এবং সবসময় আমারই থাকবে।' অমিতাভের জীবনে জয়ার স্থান, খুব ভালো করেই বুঝিয়ে দিয়েছিলেন তিনি রেখাকে।

 Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

এই কথা রেখার উপর মারাত্মক প্রভাব ফেলেছিল, যার ফলে তিনি নিজেকে সম্পুর্ণ সরিয়ে নেন অমিতাভ-জয়ার জীবন থেকে।

আরও পড়ুন:  যা কপালে খোদাই করেছেন খোদা, আয়ু ততদিনই! 'সিকন্দর' সলমানের মুখে হঠাত্‍ মৃত্যু...

১৯৮২ সালে কুলির সেটে অমিতাভ যখন মারাত্মক দুর্ঘটনার কবলে পড়েন, তখন পরিস্থিতি সম্পুর্ণ বদলে যায়। জয়া সব সময় তাঁর পাশে ছিলেন। চিকিৎসা সংক্রান্ত সব সিদ্ধান্ত নিজে নিয়েছিলেন এবং তাঁকে সুস্থ করে তুলেছিলেন। যখন বিগ-বি জ্ঞান ফিরে পান এবং তাঁর অসুস্থতার সময় জয়ার অবদান বুঝতে পারেন, তখন তিনি জয়ার প্রেমে আবারও পড়েন এবং পরিস্থিতি বদলে যেতে থাকে।

আরও পড়ুন:  'বাহুবলী' আর ব্যাচেলর নন? শিল্পপতির মেয়েকেই তাহলে...

কিন্তু এই বিতর্কের আগে জয়া এবং রেখার মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। জয়া যখন প্রথম মুম্বই আসেন, তখন অভিনেতা আসরানি তাঁকে রেখা যেখানে থাকতেন সেই একই আবাসনে একটি ফ্ল্যাট খুঁজে দিয়েছিলেন। তাদের বন্ধুত্ব এতটাই দৃঢ় ছিল যে, জয়া, রেখাকে 'দুনিয়া কা মেলা'য় অভিনয় করতে রাজি করান। এই ছবিতে প্রথমে অমিতাভ বচ্চনের অভিনয় করার কথা ছিল, পরে সঞ্জয় খানকে তাঁর জায়গায় নেওয়া হয়।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.