Rii | Sandy Saha: ঠাকুরপুকুর দুর্ঘটনার জেরে সিরিয়াল থেকে বাদ ঋ-স্যান্ডি, 'অনৈতিক সিদ্ধান্ত'! দাবি অভিনেতার...
Thakurpukur Accident: ঠাকুরপুকুর দুর্ঘটনার জেরে এবার সিরিয়াল থেকে বাদ পড়লেন অভিনেত্রী ঋ সেন ও স্যান্ডি সাহা। চ্যানেলের এই সিদ্ধান্তকে অনৈতিক বলে দাবি করলেন স্যান্ডি সাহা। জানা যাচ্ছে, ঋ সেনের বদলে ওই চরিত্রে দেখা যাবে রিমঝিম মিত্রকে।


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঠাকুরপুকুর দুর্ঘটনার (Thakurpukur Accident) প্রতিবাদে উত্তাল টলিউড (Tollywood)। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড়। এই দুর্ঘটনায় মূল অভিযুক্ত পরিচালক সিদ্ধান্ত দাস (Siddhant Das) তথা ভিক্টো (Victo)। এছাড়াও অভিযোগের নিশানায় গাড়িতে উপস্থিত দুই ব্যক্তি কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋ সেন (Rii Sen)। তাঁদের সঙ্গেই দুর্ঘটনার আগের দিন পার্টি করায় এই ঘটনায় নাম জড়িয়েছে আরিয়ান ভৌমিক ও স্যান্ডি সাহারও। এবার এই ঘটনার জেরেই সিরিয়াল থেকে বাদ পড়লেন ঋ ও স্যান্ডি সাহা (Sandy Saha)।
বুধবারই প্রযোজনা সংস্থার তরফ থেকেই স্যান্ডি সাহাকে জানানো হয় যে তাঁর চরিত্রটি বাদ দেওয়া হচ্ছে। অন্যদিকে সিরিয়ালে ঋ-এর চরিত্রে আনা হবে নতুন অভিনেত্রীকে। শোনা যাচ্ছে ঋ অভিনেত্রী চরিত্রে দেখা যাবে রিমঝিম মিত্রকে। কে করবেন পরিচালনা? শোনা যাচ্ছে সিদ্ধান্তের বদলে এখন থেকে ‘ভিডিও বৌমা’ পরিচালনা করবেন রূপক দে। এমনকী প্রশ্ন উঠছে শ্রিয়ার চাকরি নিয়েও। তবে এই ব্যাপারে এখনও কোনও সিদ্ধান্তে পৌঁছায়নি চ্যানেল।
স্যান্ডির সঙ্গে যোগাযোগ করা হলে জি ২৪ ঘণ্টা ডিজিটালকে তিনি জানান, 'আমাকে প্রযোজনা সংস্থার তরফে জানানো হয়েছে যে ঠাকুরপুকুরের দুর্ঘটনার জেরে আমাকে আর ডেটস দেওয়া হবে না। আমার চরিত্রটাই চিত্রনাট্য থেকে ছেঁটে ফেলা হচ্ছে। ঋ-দিকেও ধারাবাহিকে বদলে ফেলা হচ্ছে। আমাকে চ্যানেলের তরফে শ্রিয়াদি এই ধারাবাহিকে অভিনয় করার কথা বলেছিল সেই কারণেই করতাম। সিরিয়াল করতেই হবে, এমন কোনও ইচ্ছে কোনওদিনই ছিল না। এটা আমার পেশাও নয়। আমাকে এই কারণে বাদ দেওয়ায় আমি আর বিশেষ কিছু বলিনি। কিন্তু আমি যদি কোনও পেশাদার অভিনেতা হতাম, সেটাই যদি আমার জীবিকা হত তাহলে সে ক্ষেত্রে এভাবে কাজ হারানোটা খুবই অনৈতিক হত। কারণ আমি ওই গাড়িতে ছিলামই না, ওই ঘটনার সঙ্গে আমার কোনও যোগই নেই। কিছু ফেক মিডিয়া রিপোর্টের ভিত্তিতে, দর্শকদের প্রতিক্রিয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হল। দোষী সাব্যস্ত হলে যদি চ্যানেল বাদ দিত, তাহলে ঠিক ছিল। কিন্তু বিনা কারণে এই সিদ্ধান্ত মেনে নেওয়া যায় না। আমার মনে হয়, শুধুমাত্র এই ঘটনার অজুহাতে আমাকে চ্যানেল বাদ দিয়ে দিল'।
আরও পড়ুন- Exclusive: ভারতের নামে বদনাম! বিমানবন্দরে বিদেশির সঙ্গে তুমুল বচসা রাখীর,সামলালেন শিবপ্রসাদ...
রবিবার সকালে ঠাকুরপুকুরে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছয়জনকে ধাক্কা দেওয়ার অভিযোগ উঠেছে পরিচালক সিদ্ধান্ত দাস ওরফে ভিক্টোর বিরুদ্ধে। সেই আহতদের মধ্যে একজন ইতোমধ্যেই প্রয়াত, অন্যজন আশঙ্কাজনক, আহত আরও ৪। ১০ এপ্রিল অবধি ভিক্টোকে পুলিসি হেফাজত দিয়েছে আলিপুর কোর্ট । সেই গাড়িতে ভিক্টো ছাড়াও ছিলেন দুই মহিলা, বেসরকারি চ্যানেলের কার্যনির্বাহী প্রযোজক শ্রিয়া বসু ও অভিনেত্রী ঋ সেন। ঘটনাস্থল থেকে বেরিয়ে গিয়েছিলেন ঋ, অন্যদিকে শ্রিয়াকে আটক করলেও পরবর্তীতে ছেড়ে দেওয়া হয়। সিনে দুনিয়ার এই তিন ব্যক্তির কাণ্ডে কার্যত হতবাক গোটা ইন্ডাস্ট্রি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)