রাস্তায় দাঁড়িয়ে মার্শাল আর্ট, অসহায় প্রৌঢ়ার প্রশিক্ষণে মুগ্ধ সোনু, রিতেশ, ভাইরাল ভিডিয়ো

নিজেরাই শেয়ার করেন ভিডিয়ো 

Edited By: জয়িতা বসু | Updated By: Jul 24, 2020, 06:53 PM IST
রাস্তায় দাঁড়িয়ে মার্শাল আর্ট, অসহায় প্রৌঢ়ার প্রশিক্ষণে মুগ্ধ সোনু, রিতেশ, ভাইরাল ভিডিয়ো
আজি মা-র মার্শাল আর্টে মুগ্ধ সোনু, রিতেশ

নিজস্ব প্রতিবেদন : ​রানাঘাট স্টেশনে বসে গান গেয়ে ভাইরাল হন রানু মণ্ডল। রানাঘাট স্টেশনে বসে রানু মণ্ডল যখন লতা মঙ্গেশকরের এক প্যার কা নাগমা-র সুরে সুর তোলেন, সেই সময় তাঁর গান ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে। এরপর রানাঘাট থেকে থেকে প্রথমে রিয়েলিটি শো এবং পরে হিমেশ রেশমিয়ার সঙ্গে রেকর্ডিং। সোশ্যাল নেটওয়ার্কিংয়ের মাধ্যমে যেন অন্য জগতে পা রাখেন ওই ভবঘুরে মহিলা। এবার তেমনই এক বয়ষ্ক মহিলার ভিডিয়ো ভাইরাল হল সামাজিক মাধ্যমে।

আরও পড়ুন : সুশান্ত নেই, প্রিয় পোষ্য ফাজ রয়েছে প্রয়াত অভিনেতার বাবার আদরে

বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ ওই ভিডিয়ো শেয়ার করেন। যেখানে এক প্রৌঢ়ার মার্শাল আর্ট চোখে পড়ে। লকডাউনের মধ্যে যখন দোকানপাট সব বন্ধ, সেই সময় কড়া রোদের মধ্যে দাঁড়িয়ে, ওই মার্শাল আর্ট দেখাতে শুরু করেন ওই প্রৌঢ়া। রিতেশ দেশেমুখ ওই মহিলার ভিডিয়ো শেয়ার করে জানতে চান তাঁর ঠিকানা বা পরিচয় কী।

আরও পড়ুন : সলমন ও খান ভাইদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুলে একসময় সরব হন অভিনেত্রী পূজা মিশ্র!

জানা যায়, মহারাস্ট্রের পুনের বাসিন্দা ওই মহিলা পরিবার প্রতিপালনের জন্যই রাস্তার উপর দাঁড়িয়ে মার্শাল আর্ট দেখিয়ে রোজগারের চেষ্টা চালাচ্ছেন। রিতেশ দেশমুখের পর আজি মা নামে ওই মহিলার ভিডিয়ো শেয়ার করেন অভিনেতা সোনু সুদও। শুধু তাই নয়, ওই মহিলাকে নিয়ে মার্শাল আর্ট শেখানোর স্কুল খুলতে চান বলেও জানান সোনু।

সোনু জানান, ওই মহিলাকে নিয়ে মহিলাদের প্রশিক্ষণ দেওয়ার স্কুল তিনি খুলতে চান। মহিলারা যাতে নিজেদের সুরক্ষার ব্যবস্থা নিজেরাই করতে পারেন, তা ওই স্কুলের মাধ্যমে শেখানো হবে বলেও প্রস্তাব দেন সোনু।

.