SANIA MIRZA | SHAHID KAPOOR: শাহিদের সুঠাম শরীরী কাব্যে আদুরে আঁকিবুকি সানিয়ার? বিচ্ছেদ আবহে ভাইরাল ভিডিয়ো

SANIA MIRZA | SHAHID KAPOOR: টেনিস কোর্টে দুরন্ত সার্ভিস থেকে শুরু করে চুঁইয়ে পড়া তুলকালাম গ্ল্যামার-- সানিয়া মির্জা এখনও সেনসেশন। হ্যাঁ, বিবাহবিচ্ছেদ আর কোর্টকে বিদায় বলার পরও। তাঁর লিংকআপ নিয়ে কম রটনা নেই। সম্প্রতি বাজার গরম শাহিদের সঙ্গে তাঁর উষ্ণতার পারদে। ক্যাটালিস্ট অবশ্য করণ। তাঁরই প্ররোচনায় টেনিস সুন্দরীর মুখে ফুটল 'জব উই মেট'-কথা! তবে সবই কি কষ্টকল্পনা?

Updated By: Feb 17, 2025, 09:44 PM IST
SANIA MIRZA | SHAHID KAPOOR: শাহিদের সুঠাম শরীরী কাব্যে আদুরে আঁকিবুকি সানিয়ার? বিচ্ছেদ আবহে ভাইরাল ভিডিয়ো

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডের সঙ্গে খেলার দুনিয়ার যোগাযোগ বহুলচর্চিত। ক্রিকেটের বল সবসময়ে গড়িয়েছে বলিউডের নায়িকাদের দিকে। লাল-নীল চোখ ধাঁধানো আলোয় সুন্দরীরা, কখন যে খেলোয়াড়দের প্রেয়সী হয়ে যেতেন, তা দেবা নঃ জানন্তি। ইমরান খান-মুনমুন সেন, ভিভ রিচার্ডস-নীনা গুপ্তা, টাইগার পাতৌদি-শর্মিলা ঠাকুর, আজহার-সঙ্গীতা বিজলানি, রবি শাস্ত্রী-অমৃতা সিং, বিরাট কোহলি-অনুষ্কা শর্মা-- এই লিস্ট অনন্ত। কোনও সম্পর্ক পরিণতি পেয়েছে সাত পাকের বাঁধায়, কোনওটা আবার ফুল ফোটার আগেই কুঁড়িতে ঝরে গেছে। পেজ থ্রির পাতা হয়ে উঠত আমজনতার রোজ সকালের ব্রেকফাস্ট। এই লিস্টে সম্প্রতি যোগ হয়েছে আরেক যুগলের নাম। টেনিস সুন্দরী সানিয়া মির্জা ও অভিনেতা শাহিদ কাপুর। কি অবাক হচ্ছেন তো?

আরও পড়ুন: গুরুতর অসুস্থ শাকিরা! তড়িঘড়ি ছুটলেন হাসপাতালে, হঠাত্‍ কী হল?

সর্বভারতীয় এক সংবাদপত্রের প্রতিবেদন থেকে জানা যায়, করণ জোহরের 'কফি উইথ করণ' অনুষ্ঠানে  নিজের ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলেন গ্র্যান্ডস্লামজয়ী তারকা সানিয়া মির্জা। এই অনুষ্ঠানের সিজন ফাইভে অংশ নিয়েছিলেন টেনিস তারকা। সেখানে ব্যক্তিগত জীবনের অনেক না বলা কথাই ফাঁস করেন তিনি। সানিয়া মির্জার সঙ্গে এক সময় প্রেমের গুঞ্জন ছিল বলিউড অভিনেতা শাহিদ কাপুরের। সে প্রেম কি শুধুই গুঞ্জন নাকি সত্যি? এমন প্রশ্নে হেঁয়ালিতে উত্তর দেন সানিয়া। এ গুঞ্জনের সত্যতা যাচাইয়ে সানিয়াকে করণ সরাসরিই প্রশ্ন করেন, শাহিদ কাপুরের সঙ্গে সানিয়ার প্রেম নিয়ে। সানিয়া বলেন, 'আমার আসলে কিছু মনে নেই। অনেক আগের কথা। আমি খেলার জন্য অনেক বেশি ট্রাভেল করতাম। ফলে এমন হওয়ারই কথা না'। সম্প্রতি আট বছর পুরনো সেই সাক্ষাৎকার নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে। যার কারণে সানিয়া ও শাহিদকে নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়েছে।

আরও পড়ুন: জল্পনাই সত্যি হল! দ্বিতীয়বার মা হতে চলেছেন ইলিয়ানা, নিজেই জানালেন...

উল্লেখ্য, বলিউড অভিনেত্রী কারিনা কাপুরের সঙ্গে ব্রেকআপের পর শাহিদ কাপুর ২০১৫ সালে মীরা রাজপুতকে বিয়ে করেন। এই দম্পতির দুই সন্তান রয়েছে। অন্যদিকে, ২০১০ সালে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সানিয়া। তবে ২০২৪ সালে তাঁদের দীর্ঘ ১৪ বছরের দাম্পত্য সম্পর্কের ইতি ঘটে। আপাতত সুন্দরী হায়দরাবাদ এবং দুবাইয়ে পালা করে থাকেন ছেলেকে নিয়ে। দুবাইতে তার নিজস্ব টেনিস অ্য়াকাডেমি রয়েছে। গুঞ্জন সত্যি হোক বা না হোক, এই সুন্দরীর প্রেমে যে আসমুদ্র হিমাচল পাগল তা আর কে না জানে!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.