নিজস্ব প্রতিবেদন : ঘুমের মধ্যেই মৃত্যু, বৃহস্পতিবার সকালে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ শুক্লা (Sidharth Shukla)র আকস্মিক মৃত্যুতে হতবাক বি-টাউন। জানা যাচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয় ৪০ বছর বয়সী অভিনেতার। তবে সিদ্ধার্থের হঠাৎ চলে যাওয়া যেন কোনওমতেই বিশ্বাসযোগ্য হচ্ছে না তাঁর সতীর্থদের কাছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অভিনেতা রীতেশ দেশমুখ (Riteish Deshmukh) থেকে পরিচালক অশোক পণ্ডিত (Ashoke Pandit), গায়ক টনি কক্কর (Tony Kakkar) সকলেই টুইটারে শোকপ্রকাশের সঙ্গে বিস্ময় প্রকাশও করেছেন। রীতেশ দেশমুখ লেখেন, ''হতবাক!! কী বলব কোনও শব্দ খুঁজে পাচ্ছি না। খুব তাড়াতাড়ি চলে গেলেন .... ওঁর পরিবার, প্রিয়জনদের প্রতি সমবেদনা রইল। ওঁকে লক্ষ লক্ষ মানুষ ভালবাসত। #সিদ্ধার্থ শুক্লা আপনাকে সকলে মিস করবেন।  শান্তিতে থাকুন ভাই। ওম শান্তি।'' পরিচালক অশোক পণ্ডিত লেখেন, ''কোনওভাবেই বিশ্বাস করতে পারছি না। হৃদরোগে আক্রান্ত হয়ে একজন জনপ্রিয় অভিনেতার মাত্র ৪০-এ চলে যাওয়ার খবরে আমি বাকরুদ্ধ। এটা ওঁর পরিবার ও ইন্ডাস্ট্রির কাছে বড় ট্র্যাজেডি।
শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা রইল। ওঁ শান্তি।'' গায়ক টনি কক্কর লেখেন, ''দয়া করে কেউ আমাকে বলবেন এটা সত্যি নয় ... বিশ্বাস করতে পারছি না'' 


আরও পড়ুন-Sidharth Shukla-র হঠাৎ মৃত্যুতে হতবাক নুসরত, যশ, শুভশ্রী, রুক্মিণীরা





এছাড়াও অভিনেতা টিস্কা চোপড়া, রোহন মেহরা, শরদ কেলকার থেকে ক্রিকেটার বীরেন্দ্র শেহওয়াগ সহ আরও অনেকেই সিদ্ধার্থের মৃত্যুর খবরে বিস্ময় প্রকাশ করেছেন। টিস্কা লিখেছেন, সিদ্ধার্থ তাঁর প্রতিবেশী ছিলেন, মাঝে মধ্যে একসঙ্গে হাঁটতেও বের হতেন তাঁরা। শরদ কেলকারের কথায়, ''খবটা শুনে কেমন অসাড় লাগেছে! এটা হতবাক হওয়ার বাইরে গিয়ে ঘটে যাওয়া একাটা ঘটনা! জীবন এত অনিশ্চিত। ওঁর আত্মা শান্তিতে বিশ্রাম নিক।''
















জানা যাচ্ছে, বুধবার রাতে ঘুমের আগে প্রতিদিনের মতোই একটি ওষুধ খেয়েছিলেন অভিনেতা। সময় পেরিয়ে যাওয়ার পরও বৃহস্পতিবার ঘুম থেকে না ওঠায় তাঁকে জুহুর কুপার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। বাড়িতেই হৃদরোগে আক্রান্ত হয়েছেন অভিনেতা, এমনটাই জানান চিকিৎসক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৪০ বছর। 


  (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)