Soha Ali Khan | Sharmila Tagore: 'বাদ দিতে হয় ফুসফুসের একাংশ...', ক্যানসারে শর্মিলার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সোহা...

Sharmila Tagore fighting Cancer: করণ জোহরের চ্যাট শো -এ ছেলে সইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন শর্মিলা ঠাকুর। সেখানেই প্রথম ক্যানসারের কথা বলেন অভিনেত্রী। এবার তাঁর যুদ্ধের কাহিনি শোনালেন মেয়ে সোহা আলি খান। 

সৌমিতা মুখার্জি | Updated By: Apr 12, 2025, 01:59 PM IST
Soha Ali Khan | Sharmila Tagore: 'বাদ দিতে হয় ফুসফুসের একাংশ...', ক্যানসারে শর্মিলার ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন সোহা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২০২৩ সালের শেষে 'কফি উইথ করণ’-এ এসে প্রথমবার নিজের নিঃশব্দ যুদ্ধে কাহিনি শোনান শর্মিলা ঠাকুর (Sharmila Tagore)। করণ জোহরের চ্যাট শো -এ ছেলে সইফ আলি খানের সঙ্গে হাজির হয়েছিলেন তিনি। সেখানেই তিনি বলেন, 'রকি অউর রানি কি প্রেমকাহানি’ছবির জন্য প্রস্তাব গিয়েছিল শর্মিলা ঠাকুরের কাছেও। আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু ক্যানসার ধরা পড়ায় সেই ছবি করতে পারেননি। শুক্রবার রিলিজ করল তাঁর নতুন বাংলা ছবি 'পুরাতন'। ১৪ বছর পর বাংলা ছবিতে ডেবিউ করলেন অভিনেত্রী। এদিন কলকাতায় এসে বারবার নিজের অসুস্থতার কথা উঠে আসে তাঁর মুখে। সম্প্রতি এক সাক্ষাত্‍কারে শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলি খানের (Soha Ali Khan) মুখেও উঠে এলে তাঁর ক্যানসারের লড়াইয়ের কথা। 

আরও পড়ুন- Sheikh Hasina | Awami League: ফিরতে চান হাসিনা, দলনেত্রীকে ঢাকায় ফেরাতে গোপনে আন্দোলনের প্রস্তুতি আওয়ামী লীগের...

সম্প্রতি সোহা আলি খান, তাঁর মায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে শর্মিলার ক্যানসার খুব তাড়াতাড়ি ধরা পড়েছিল এবং তাঁকে কোনও কেমোথেরাপি নিতে হয়নি। এর আগে, শর্মিলা শেয়ার করেছিলেন যে তিনি রকি অউর রানি কি প্রেম কাহানি ছবি ছেড়ে দিতে বাধ্য হয়েছিলেন। কারণ তখনই তাঁর ক্যানসার ধরা পড়ে। এছাড়াও সেই সময় করোনার কারণে তিনি আর ঝুঁকি নিতে চাননি।

সোহা বলেন, "আমার পরিবারে অনেক ক্ষতি হয়েছে। আমরা সকলের মতোই চাপের পরিস্থিতির মধ্য দিয়ে গেছি। আমার মা খুব কম লোকের মধ্যে একজন, যার ফুসফুসের ক্যানসার একদম শুরুর পর্যায়ে ধরা পড়েছিল, এবং কোনও কেমোথেরাপি ছাড়াই, সে সুস্থ হয়েছে। তাঁর কিছুই হয়নি। ক্যানসারের অংশ কেটে বাদ দেওয়া হয়। স্পর্শকাতর তবে আপাতত ভালো আছেন।"

'রকি অউর রানি কি প্রেমকাহানি’ ছবির জন্য প্রস্তাব গিয়েছিল শর্মিলা ঠাকুরের কাছেও। আলিয়া ভাটের ঠাকুমার ভূমিকায় অভিনয় করার কথা ছিল তাঁর। কিন্তু শরীরে মারণরোগ বাসা বাঁধায় সেই প্রস্তাব ফিরিয়ে দেন শর্মিলা ঠাকুর। কফি উইথ করণে বলেন, 'শাবানা যে চরিত্রে অভিনয় করেছিলেন আমি শর্মিলাকে সেই চরিত্রে অভিনয় করার প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু সেই সময় শারীরিক অসুস্থতার কারণে তিনি 'হ্যাঁ' বলতে পারেননি। তবে আমার কিন্তু সেই আক্ষেপটা রয়েই গিয়েছে।'

আরও পড়ুন- Mayawati's Niece Dowry Harassment: নপুংসক স্বামী, ভাসুর-শ্বশুরের লালসার শিকার দলনেত্রীর ভাগ্নি! দায়ের মামলা...

তখনই শর্মিলা জানান, সেটা কোভিডের চরম পর্যায়ে ছিল। সেই সময় সবাই কোভিডের সঙ্গে লড়াই করছিল, আমাদের টিকাও দেওয়া হয়নি। ক্যানসারের পর ওঁরা চায়নি যে আমি এই ঝুঁকি নিই। সেই প্রথমবার নিজের ক্যানসারে আক্রান্ত হওয়া নিয়ে মুখ খোলেন তিনি। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.