Srabanti Divorce: বিবাহ বিচ্ছেদের আইনি জটিলতা শেষ! পথ আলাদা হল শ্রাবন্তী ও রোশনের...

Srabanti Divorce: অবশেষে পাকাপাকি ডিভোর্স হল শ্রাবন্তী ও রোশন সিংয়ের। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন অভিনেত্রী। কিন্তু সেই দাম্পত্যে চিড় ধরে। বেশ কিছু আইনি জটিলতা কাটিয়ে পথা আলাদা হল তাঁদের। 

Updated By: Apr 11, 2025, 05:59 PM IST
Srabanti Divorce: বিবাহ বিচ্ছেদের আইনি জটিলতা শেষ! পথ আলাদা হল শ্রাবন্তী ও রোশনের...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: স্বামী রোশন সিংয়ের সঙ্গে কয়েক বছর ধরে আলাদা থাকছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চ‌্যাটার্জি। স্ত্রীর সঙ্গে পুনরায় সংসার করার জন‌্য মামলাও দায়ের করেন রোশান। কিন্তু তাতে সায় না দিয়ে বিয়েবিচ্ছেদ চেয়ে আদালতে মামলা করেন শ্রাবন্তী। শুধু তাই নয়, ২০২১ সালের সেপ্টেম্বরে খোরপোশ বাবদ অর্থও দাবি করেন এই অভিনেত্রী। এরপর এ মামলায় স্থগিতাদেশ দেন আদালত। সব জটিলতার অবসান ঘটিয়ে আইনি বিয়েবিচ্ছেদে সিলমোহর দিলেন আদালত।

আরও পড়ুন- Actress Meghna Alam Arrest: লাইভের মাঝেই দরজা ভেঙে ঘরে পুলিস, গ্রেফতার অভিনেত্রী মেঘনা...

বিবাহবিচ্ছেদের তথ্য নিশ্চিত করেন রোশান সিং। দীর্ঘদিন ধরে শ্রাবন্তী-রোশান দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে টানাপড়েন চলছিল। গত সেপ্টেম্বরে তারা পাকাপাকিভাবে বিচ্ছেদের পথে আরো একধাপ এগিয়ে যান। কেবল বাকি ছিল উভয়ের স্বাক্ষর। গত ৮ এপ্রিল এ মামলার শুনানির তারিখ ধার্য করেন আদালত। ততদিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন।

আইনিভাবে বিচ্ছেদের পরই রোশান তার সোশ্যাল মিডিয়ার ছবি বদলে তার বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। ফের বিয়ের বিষয়ে রোশান বলেন, “সবে একটি বন্ধন থেকে মুক্তি পেলাম। আপাতত নিজেকে গুছিয়ে নেব। অনামিকার সঙ্গে চলতি বছরেই হয়তো নতুন জীবন শুরু করব।”

আরও পড়ুন- Thunderstorm Tragedy: বজ্রপাতে মৃত্যুমিছিল! নিহত ৮০-র বেশি, ৪ লক্ষ ক্ষতিপূরণ ঘোষণা সরকারের...

২০০৩ সালে পরিচালক রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রাবন্তী। এই দম্পতির সন্তান অভিমন্যু। রাজীবের সঙ্গে ছাড়াছাড়ির পর প্রেমিক কৃষাণ ভিরাজকে বিয়ে করেন এই অভিনেত্রী। ২০১৬ সালের জুলাইয়ে শ্রাবন্তী ও কৃষাণের রেজিস্ট্রিহয়। কিন্তু বছর পেরোতেই বিবাহবিচ্ছেদের কথা জানান শ্রাবন্তী। ২০১৯ সালে রোশানের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি। এবার সেই বন্ধনও ছিন্ন হল। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.