Tamannaah Bhatia-Vijay Varma Separation: বিজয়ের ব্লেজার পরেই পার্টিতে তামান্না! প্রাক্তনকে ভুলতে পারছেন না নায়িকা...

Tamannaah Bhatia-Vijay Varma: ‘বাহুবলি’খ্যাত নায়িকা তামান্না ভাটিয়া আর অভিনেতা বিজয় ভার্মার প্রেমের সম্পর্কের খবর কারো অজানা নয়। গত কয়েক বছর ধরে শোনা যাচ্ছে, বিয়ে করতে চলেছে এই জুটি। এমনকী সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই দেখা যায় তাঁদের অন্তঃরঙ্গ ছবি। তবে হঠাৎ বদলে গেল সম্পর্কের সমীকরণ। জানা যাচ্ছে, বেশ কিছুদিন আগেই নাকি ভেঙে গেছে এই জুটির প্রেম। বিচ্ছেদের পর এবার বিজয়ের ব্লেজার পরে পার্টিতে হাজির তামান্না। 

Updated By: Mar 17, 2025, 09:44 PM IST
Tamannaah Bhatia-Vijay Varma Separation: বিজয়ের ব্লেজার পরেই পার্টিতে তামান্না! প্রাক্তনকে ভুলতে পারছেন না নায়িকা...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রেম ভেঙেছে তামান্না ভাটিয়া (Tamannaah Bhatia) ও বিজয় ভার্মা (Vijay Varma)। বিচ্ছেদ নিয়ে নিজেরা মুখ খোলেননি ঠিকই, কিন্তু বি টাউনে তাদের ঘনিষ্ঠ সূত্রেরাই সিলমোহর দিয়েছেন এই জল্পনায়। কানাঘুষো, তামান্না নাকি বিয়ের পরিকল্পনা করছিলেন। কিন্তু প্রস্তুত ছিলেন না বিজয়। তাই নাকি দু’বছর প্রেমের সম্পর্কে ভাঙন! কিন্তু সত্যিই কি সব শেষ! সম্প্রতি এক অনুষ্ঠানে তামান্নার পোশাক দেখে  প্রশ্নই তুলছেন তাঁর অনুরাগীরা।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

রবিবার রাতে রবিনা ট্যান্ডনের কন্যা রাশা থাডানির জন্মদিনের পার্টিতে যান তামান্না। অভিনেত্রীর পরনে ছিল কালো রঙের অফ শোল্ডার পোশাক। তার উপরে চাপিয়ে নিয়েছিলেন সাদা-কালো স্ট্রাইপের জ্যাকেট। তামন্নার এই সাজ দেখেই তাঁর অনুরাগীদের মনে পড়ে গিয়েছে বিজয়ের কথা। একই রকমের একটি জ্যাকেট পরতে দেখা গিয়েছিল বিজয়কেও। সেই জ্যাকেট পরে তামান্নার সঙ্গেই একটি ছবিও তুলেছিলেন অভিনেতা। তাহলে কি বিজয়ের জ্যাকেট পরেই জন্মদিনের অনুষ্ঠানে এসেছিলেন তামান্না?

আরও পড়ুন- Kabir Suman: সৃজিতের হাত ধরে পর্দায় 'নাগরিক কবিয়াল', 'কবীর' কি অনির্বাণ?

আরও পড়ুন- Alka Yagnik on Osama Bin Laden : 'লাদেন যেরকমই হোক! ওর মধ্যে একটা শিল্পী ছিল..'

নতুন প্রজন্মের জনপ্রিয় জুটিগুলো মধ্যে অন্যতম তামান্না ভাটিয়া ও বিজয় ভার্মা । তামান্না ও বিজয়ের রসায়নে মুগ্ধ ছিলেন অনেকেই। তাদের বিচ্ছেদ এখনও মেনে নিতে পারছেন না অনুরাগীরা। তারা মনে করছেন বিজয়ের স্মৃতি ভুলতে পারছেন না বলেই এই জ্যাকেট পরেছেন তামন্না। সম্পর্ক ভাঙলেও পরস্পরের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এখনও সমাজমাধ্যমে পরস্পরকে অনুসরণও করছেন তাঁরা। সম্প্রতি একটি হোলি পার্টিতে একত্রে দেখা গিয়েছে তাঁদের। তাহলে সম্পর্কে জোড়া লাগছে, নাকি সবটাই অনুমান!!!

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.