Udit Narayan Kissing Controversy: 'উদিত কি পাপ্পি! কোনও অনুশোচনা নেই, বরং বেশি বিখ্যাত হয়ে উঠেছি'...

Udit Narayan: সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে একটি ভিডিয়ো, যেখানে উদিত তাঁর চুম্বন বিতর্ক নিয়ে মজা করছেন। একটি ছবির প্রচারে এসে ফের উঠল সেই চুমু বিতর্ক। এমনকী ওই পুরনো ভিডিয়ো প্রসঙ্গে উদ্তের দাবি, তাঁর কোনও অনুশোচনা নেই। 

Updated By: Mar 11, 2025, 05:53 PM IST
Udit Narayan Kissing Controversy: 'উদিত কি পাপ্পি! কোনও অনুশোচনা নেই, বরং বেশি বিখ্যাত হয়ে উঠেছি'...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: উদিত নারায়ণের (Udit Narayan) চুম্বন বিতর্ক নিয়ে উত্তাল ইন্টারনেট।  সেই বিতর্কে ঘৃতাহুতি করলেন গায়ক নিজেই। একটি কনসার্ট চলাকালীন মহিলা ভক্তদের চুম্বন করার একটি ভিডিও অনলাইনে প্রকাশের কয়েক সপ্তাহ পরে, উদিত সাম্প্রতিক একটি ইভেন্টের সময় একই বিষয়ে কার্যত নিজেই নিজেকে ট্রোল করলেন। কোরিওগ্রাফার গণেশ আচার্য অভিনীত শিব হারের আসন্ন ছবি পিন্টু কি পাপ্পির প্রচারে যোগ দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানেই পাপ্পির সঙ্গে নিজের নাম জুড়লেন তিনি। 

আরও পড়ুন- Prabhat Roy: ৮১ বছরে পরিচালনায় ফিরছেন প্রভাত রায়, 'লাঠি ২' করার আর্জি ভিক্টর বন্দ্যোপাধ্যায়ের...

একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঘুরপাক খাচ্ছে, যেখানে উদিত তাঁর চুম্বন বিতর্ক নিয়ে মজা করছেন। তিনি মঞ্চে গণেশকে বলেন, "তোমার শিরোনাম পরিবর্তন করা উচিত। 'পাপ্পি' ঠিক আছে। এটি একটি খুব সুন্দর শিরোনাম, পিন্টু কি পাপ্পি। নাকি এটি, 'উদিত কি পাপ্পি'?" এটা একটা কাকতালীয় ঘটনা যে চুম্বনের ভিডিওটি এখনই প্রকাশিত হয়েছে। অন্যথায় এটি অস্ট্রেলিয়ার দুই বছরের পুরনো ভিডিও। এটা একটা কাকতালীয় ঘটনা যে চুম্বনের ভিডিওটি এখনই প্রকাশিত হয়েছে। অন্যথায় এটি অস্ট্রেলিয়ার দুই বছরের পুরনো ভিডিও।"

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

গত মাসে তাঁর চুম্বন বিতর্ক শুরু হওয়ার পর, উদিত নারায়ণ তাঁর কর্মকাণ্ডের পক্ষে সাফাই দিয়েছিলেন। সেই সময় তিনি বলেন, "আমি কি কখনও এমন কিছু করেছি যা নিজেকে, আমার পরিবারকে বা আমার দেশের জন্য লজ্জাজনক? তাহলে জীবনের এই পর্যায়ে এসে আমি কেন এমন কিছু করব যখন আমি সবকিছু অর্জন করেছি? আমার ভক্তদের এবং আমার মধ্যে একটি গভীর বিশুদ্ধ এবং অটুট বন্ধন রয়েছে। তথাকথিত কলঙ্কজনক ভিডিওতে আপনি যা দেখেছেন তা আমার ভক্তদের এবং আমার মধ্যে ভালোবাসার প্রকাশ। তারা আমাকে ভালোবাসে। আমি তাদের আরও বেশি ভালোবাসি"।

আরও পড়ুন- Parineeti Chopra: 'এত গরিব ছিলাম জন্মদিনে কেক জুটত না, কাটতাম রসগোল্লা', বড় নায়িকার ছোট কাহিনি...

যখন উদিতকে জিজ্ঞাসা করা হলো যে সে লজ্জিত কিনা, তখন সে উত্তর দিল, "না, মোটেও না! আমি কেন লজ্জিত হব? আমার কণ্ঠে কি কোন অনুশোচনা বা দুঃখ শুনতে পাচ্ছেন? আসলে, আপনার সঙ্গে কথা বলার সময় আমি হাসছি। এটা কোন অশ্লীল বা গোপন বিষয় নয়। এটা জনসাধারণ জানে, আমার হৃদয় পবিত্র। যদি কেউ আমার পবিত্র স্নেহের আচরণে কিছু নোংরা দেখতে চায়, তাহলে আমি তাদের জন্য দুঃখিত। আমি তাদেরও ধন্যবাদ জানাতে চাই। কারণ এখন তারা আমাকে আগের চেয়েও বেশি বিখ্যাত করে তুলেছে।"

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.