Kamal Kaur Bhabhi: শেষ পোস্টে প্রেমহীনতা-সন্দেহ! রহস্যমৃত্যু বিতর্কিত 'কমল ভাবী'র! দেহ পাওয়া গেল...
Who was Kanchan Kumari aka Kamal Kaur Bhabhi: কে এই কমল কৌর ভাবী? কী লিখেছিলেন তিনি তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে?

)
Who was Kanchan Kumari aka Kamal Kaur Bhabhi: কে এই কমল কৌর ভাবী? কী লিখেছিলেন তিনি তাঁর শেষ ইনস্টাগ্রাম পোস্টে?
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাড়ির মধ্যেই মৃত অবস্থায় পাওয়া গেল বিতর্কিত ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার (Instagram influencer) কমল কৌর ভাবীকে (Kamal Kaur Bhabhi)। অভিযোগ, খুন করা হয়েছে কমল কৌর ভাবীকে। তাঁর আসল নাম কাঞ্চন কুমারী (Kanchan Kumari)। তবে নেটিজেনদের কাছে তিনি কমল কৌর ভাবী নামেই পরিচিত ও জনপ্রিয় ছিল। তাঁর ভিডিয়োয় একদিকে যেমন ছিল ভিউজ, তেমনই ভাবীকে নিয়ে বিতর্কেরও অন্ত ছিল না। তাঁর শেষ ইনস্টগ্রাম পোস্টও রহস্যময়। পোস্টে ছিল ধোঁয়াশা।
কাঞ্চন কুমারী ওরফে কমল কৌর ভাবী
পাঞ্জাবের ভাতিন্দায় আদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কাছে একটি পার্ক করা গাড়ির ভিতর সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কাঞ্চন কুমারী (Kanchan Kumari) ওরফে কমল কৌর ভাবীকে (Kamal Kaur Bhabhi) মৃত অবস্থায় পাওয়া যায়। কমল কৌর ভাবীর রহস্যমৃত্যুতে ইতিমধ্যেই খুনের অভিযোগে তদন্ত শুরু করেছে পাঞ্জাব পুলিস। বুধবার রাতে কমল কৌর ভাবীর দেহ উদ্ধার হয়। ইনস্টাগ্রামে কাঞ্চন কুমারী ওরফে কমল কৌর ভাবীর প্রায় ৪ লাখ ছুঁই ছুঁই ফলোয়ার। নিয়মিত পোস্টের জন্য বিখ্যাত ছিলেন ভাবী। তবে তাঁর রক্ষণশীলতাকে চ্যালেঞ্জ করে 'উস্কানিমূলক' ছবি ও ভিডিয়ো নিয়ে বিতর্কও কম হয়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ভাতিন্দা-চণ্ডীগড় মহাসড়কের ধারে আদেশ বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে পার্ক করা একটি গাড়ি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। খবর দেওয়া হয় পুলিসে। পুলিস এসে গাড়িটি তল্লাশি করতেই সেখান থেকে কমল কৌর ভাবীর মৃতদেহ উদ্ধার হয়। প্রাথমিক তদন্তের পর পুলিসের সন্দেহ, কাঞ্চন কুমারীকে অন্য কোথাও খুন করে তারপর দেহ গাড়িতে করে এনে বিশ্ববিদ্যালয়ের পার্কিং লটে গাড়ির মধ্যে ফেলে রাখে আততায়ী।
কমল কৌর ভাবীর শেষ ইনস্টাগ্রাম পোস্ট
সোশ্যাল মিডিয়ায় কমল কৌর ভাবী অত্যন্ত পরিচিত মুখ। ফলে স্বাভাবিকভাবেই তাঁর রহস্যমৃত্যুতে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কাঞ্চন কুমারীর শেষ ইনস্টাগ্রাম পোস্টটিও ছিল রহস্যময়। ভাবী লিখেছেন, "কোনও আবেগ নেই, ভালোবাসা নেই, কোনও প্রেম নেই। যা বাকি আছে তা কেবল সন্দেহ, সন্দেহ আর সন্দেহ।" এই পোস্টের সঙ্গে কমল কৌর ভাবীর রহস্যমৃত্য়ুর কোনও যোগসূত্র রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকাীরা।
ওদিকে কমল কৌর ভাবীর রহস্যমৃত্যুর খবর সামনে আসতেই তাঁর শেষ পোস্টে মিশ্র প্রতিক্রিয়া নেটিজেনদের। কেউ লিখেছেন, "খ্যাতি মিলেছে? নোংরা মহিলা, তুমি জীবনকে রসিকতায় পরিণত করেছ।” আবার কেউ লিখেছেন, "এখন ময়লা কম।" আবার কেউ লিখেছেন, "সে নোংরা ছিল।"
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
TAN
34/0(4.2 ov)
|
VS |
BRN
|
Full Scorecard → |
BRN
(20 ov) 209/5
|
VS |
TAN
215/4(19.2 ov)
|
Tanzania beat Bahrain by 6 wickets | ||
Full Scorecard → |
MAW
(20 ov) 109/9
|
VS |
BRN
111/3(14.4 ov)
|
Bahrain beat Malawi by 7 wickets | ||
Full Scorecard → |