ভোটের মুখে প্রশাসনিক রদবদলের সম্ভাবনা

ভোটের মুখে প্রশাসনিক রদবদলের সম্ভাবনা। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ার পুলিস সুপারকে বদলি করা হতে পারে বলে শোনা যাচ্ছে। হাবড়ায় বিডিওকে খুনের হুমকির ঘটনায় প্রশাসনের ভূমিকায় নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। ওই ঘটনার জেরে জেলার পুলিস সুপারের পাশাপাশি জেলাশাসককেও সরানো হতে পারে।

Updated By: Apr 7, 2014, 11:23 AM IST

ভোটের মুখে প্রশাসনিক রদবদলের সম্ভাবনা। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠায় নদিয়া, বীরভূম, উত্তর ২৪ পরগনা ও বাঁকুড়ার পুলিস সুপারকে বদলি করা হতে পারে বলে শোনা যাচ্ছে। হাবড়ায় বিডিওকে খুনের হুমকির ঘটনায় প্রশাসনের ভূমিকায় নির্বাচন কমিশন অসন্তোষ প্রকাশ করেছে বলে জানা গেছে। ওই ঘটনার জেরে জেলার পুলিস সুপারের পাশাপাশি জেলাশাসককেও সরানো হতে পারে।

এছাড়া প্রশ্ন উঠেছে আরও দুই পুলিস সুপারের ভূমিকা নিয়ে। প্রশাসনিক কাজে গাফিলতির জন্য সরিয়ে দেওয়া হয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার ওসিকে। ভোটার তালিকায় গরমিলের এবং স্পর্শকাতর বুথ চিহ্নিতকরণে গাফিলতির জন্য কমিশনের ভর্তসনার মুখে পড়েছেন কোচবিহারের জেলাশাসক ও পুলিস সুপার। ঠিক তেমনই বাইক মিছিল নিয়ে উত্তর দিনাজপুরের পুলিস সুপারের ভূমিকায় ক্ষুব্ধ কমিশন। কমিশন কর্তারা প্রশ্ন তোলেন, কী করে পশ্চিম মেদিনীপুরের পুলিস সুপার গোপনে শাসকদলের এক রাজনৈতিক নেতার সঙ্গে বৈঠক করেন। আজ সর্বদল বৈঠকে একাধিক জেলার প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তোলেন বিরোধী দলের নেতারা।

Tags:
.