মুলায়ম সিং যাদব

ছেলে অখিলেশ যাদবের রাজ্য শাসন নিয়ে এখন বেশ বেকায়দায় মুলায়ম। কিন্তু তিনি এমন একটা নাম যিনি বারবার ফিরে আসেন। উত্তরপ্রদেশে মত বড় রাজ্যে খারাপ ফল করলেও জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা যায়। পিছিয়ে থেকেও খুব খাটছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো।

Updated By: Apr 7, 2014, 10:24 AM IST

ছেলে অখিলেশ যাদবের রাজ্য শাসন নিয়ে এখন বেশ বেকায়দায় মুলায়ম। কিন্তু তিনি এমন একটা নাম যিনি বারবার ফিরে আসেন। উত্তরপ্রদেশে মত বড় রাজ্যে খারাপ ফল করলেও জাতীয় রাজনীতিতে প্রাসঙ্গিক থাকা যায়। পিছিয়ে থেকেও খুব খাটছেন সমাজবাদী পার্টির সুপ্রিমো।

জন্ম-২২ নভেম্বর,১৯৩৯। জন্মস্থান-সাইফাই (উত্তরপ্রদেশ)
কোন কোন কেন্দ্র থেকে লড়ছেন-আজমগড়, মনিপুরি। (দুটো কেন্দ্রই উত্তরপ্রদেশে)

কোন কোন বিষয়ে এগিয়ে-যাদব ভোট ব্যাঙ্ক,বিএসপিতে ভাঙন

দুর্বলতা-মুজফ্‌ফরনগর দাঙ্গা, রাজ্যে অখিলেশ বিরোধী হাওয়া, রাজ্যে শীর্ষস্থানীয় নেতাদের শৃঙ্খলাহীনতা ও লাগামহীন মন্তব্য।

জনপ্রিয়তা কোথায়-সংখ্যার বিচারে রাজ্যের অন্তত ১০টি কেন্দ্রে অনেকটা এগিয়ে।

কী কী বিষয়ে চিন্তায় থাকবেন-- মুজফ্‌ফরনগর দাঙ্গার পর ভোটব্যাঙ্কে ভাঙন।

.