বুধবার রাজ্যে আসছে ২ লাখেরও বেশি Covishield ডোজ

গত ১০ মে রাজ্যে এসেছিল সাড়ে তিন লাখ কোভ্যাকসিন ডোজ

Updated By: May 18, 2021, 08:49 PM IST
বুধবার রাজ্যে আসছে ২ লাখেরও বেশি Covishield ডোজ

নিজস্ব প্রতিবেদন: রাজ্যজুড়ে আজও করোনা টিকার লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে বহু মানুষকে। কিছুটা হলেও তাদের স্বস্তি দিতে আগামিকাল বুধবার রাজ্য আসছে আরও কয়েক লাখ কোভিশিল্ড ডোজ।

আরও পড়ুন-কোভিড রোগীদের জন্য ঘাটাল-সহ রাজ্যের ৩ জায়গায় Community Kitchen চালু করলেন দেব

রাজ্য সরকার সূত্রে খবর, বুধবার পুণে থেকে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছবে ২ লাখ ১২ হাজার ৪০৭টি কোভিশিল্ড(Covishield) ডোজ। রাজ্য সরকার ক্ষমতায় এসেই ওইসব টিকার অর্ডার দিয়েছিল সেরাম ইনস্টিটিউটকে(Serum Institute)। ধাপে ধাপে রাজ্যে আসছে সেইসব টিকা। এতে রাজ্যে টিকা হয়রানি খানিকটা কমবে বলে  মনে করছেন চিকিত্সকরা।

আরও পড়ুন-লিভ ইন সম্পর্ক নৈতিক ও সামাজিকভাবে গ্রহণযোগ্য নয়, সেকেলে রায় হাইকোর্টের!    

উল্লেখ্য, গত ১০ মে রাজ্যে এসেছিল সাড়ে তিন লাখ কোভ্যাকসিন ডোজ। রাজ্য সরকারের তরফে ১৪ লাখ কোভিশিল্ড ডোজের অর্ডার দেওয়া হয় সেরামকে।  এর ফলে কিছুটা হলেও স্বস্থি পেয়েছিলেন প্রথম ডোজ পাওয়া মানুষজন। অন্যদিকে, গত ৯ মে রাজ্যে এসে পৌঁছয় ১ লাখ কোভ্যাকসিন ডোজ।

.