অক্সিজেনের নির্ভরতা কমাবে Zydus Cadila-র ভিরাফিন, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DGCI-র

দ্রুত সুস্থ করে তুলবে ভিরাফিন। জটিলতাও অনেকটা কমিয়ে দেবে বলে দাবি সংস্থার। 

Updated By: Apr 23, 2021, 04:23 PM IST
অক্সিজেনের নির্ভরতা কমাবে Zydus Cadila-র ভিরাফিন, জরুরি ভিত্তিতে ছাড়পত্র DGCI-র

নিজস্ব প্রতিবেদন: জরুরি ক্ষেত্রে নিয়ন্ত্রিত ব্যবহারে ছাড়পত্র পেল জাইডাস ক্যাডিলা। সাবালক কোভিড আক্রান্তদের চিকিৎসায় ভিরাফিন (Virafin) পেগিলেটেড ইন্টারফেরন আলফা ২-বি-কে (Pegylated Interferon alpha-2b (PegIFN) অনুমোদন দিল ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা (Drugs Controller General of India)।    

জাইডাস ক্যাডিলা (Zydus Cadila) বিবৃতিতে জানিয়েছে, ভারতের ওষুধ নিয়ন্ত্রক সংস্থার ছাড়পত্র পেয়েছে তারা। কোভিড (COVID-19) আক্রান্তদের দ্রুত সুস্থ করে তুলতে সক্ষম ভিরাফিন। এই অ্যান্টিভাইরাল ওষুধ জটিলতাও অনেকটা কমিয়ে দেবে। হাসপাতালের মধ্যে বিশেষজ্ঞদের অনুমতি নিয়েই ব্যবহার করা যাবে ভিরাফিন।

দেশজুড়ে চলছে অক্সিজেনের সংকট। সংস্থার দাবি, গোটা দেশে ২০-২৫টি কেন্দ্রে ভিরাফিনের পরীক্ষামূলক প্রয়োগ করা হয়েছে। শ্বাস-প্রশ্বাসের সমস্যাই হয়ে উঠেছে কোভিড চিকিৎসায় বর্তমানে বড় চ্যালেঞ্জ। ভিরাফিন ব্যবহারে অক্সিজেনের উপরে নির্ভরতা অনেকটাই কমবে। শ্বাস-প্রশ্বাসের ওঠানামাকে নিয়ন্ত্রণে সক্ষম এই ওষুধ।

আরও পড়ুন- মে-জুনে দেশের ৮০ কোটি মানুষকে ফ্রি-তে রেশন দেওয়ার ঘোষণা কেন্দ্রের

.