জানুন কেন আমাদের অবশ্যই স্যালাড খাওয়া উচিত্
দুপুরে কিংবা রাতে যে কোনও খাবারের সময় আমরা স্যালাড খেতে পছন্দ করি। রেস্তোঁরায় গেলেও আপনি হামেশাই দেখে থাকবেন, সমস্ত ডিশের সঙ্গে স্যালাড দেওয়া হয়। স্যালাড তো খান, কিন্তু জানেন কি স্যালাড শুধু অন্য খাবারের স্বাদই বাড়ায় না। তার সঙ্গে আমাদের শরীরের কত উপকার করে?
Updated By: Aug 14, 2016, 04:52 PM IST
