জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন কোম্পানি এলি লিলির তৈরি 'মুঞ্জারো' এমন এক ওষুধ যা কিনা দ্রুত ওজন কমাতে কার্যকরী। বর্তমান সময়ের ভারতে সবচে বেশি ওষুধ গুলি বিক্রির তালিকার মধ্য 'মুঞ্জারো' ওষুধটির নাম অন্যতম। সুধু তাই নয়, ভারতের এই ওষুধটি আসার ৬ মাসের মধ্যে ভারতের ওষুধ বিক্রির তালিকায় দ্বিতীয় স্থান ধরে রেখেছিল 'মুঞ্জারো'।
Add Zee News as a Preferred Source
আরও পড়ুন: Kidney transplant breakthrough: "ও" গ্রুপের কিডনি এবার তৈরি হবে ল্যাবেই! অঙ্গ-সংকটে বড় মুক্তির পথে আমেরিকা
সুত্রের খবর অনুযায়ী, শুধু ভারতে সেপ্টেম্বর মাসে ৮০ কোটি টাকার বিক্রি, অক্টোবর মাসে তা বেড়ে আরো ৪৩% বিক্রি এবং বিশ্বে তা ৫.২০ বিলিয়ান ডলারের বিক্রি,যা ভারতীয় মুদ্রায় দাঁড়ায় প্রায় ৬০০ পোটি টাকা।
বিশেষজ্ঞদের মতে, 'মুঞ্জারো' ওষুধটি ২০ সতাংশ দ্রুত ওজন কমাতে সাহাজ্যে করে। তবে,এই ওষুধে রয়েছে এখাধিক পার্শ্ব প্রতিক্রিয়া যেমন বমি বমি ভাব,পেটে ব্যথা,বুকজ্বালা,কোষ্ঠকাঠিন্য সহ একাধিক সমস্যা।এতে বাড়তে পারে নতুন রোগ হওয়ার ঝুকি।
এই ওজন কমানোর ওষুধ পূর্বে পরিচিত ছিল ডায়বেটিস রোগ নির্মূল করার ওষুধ হিসাবে, কিন্তু তা পরবর্তী কালে উষুধের মধ্যে কিছু পরিবর্তন আনায় ডায়বেটিস এবং ওজন কমাতে কার্জকরী। তবে এই উষুধ প্রিফিল্ড পেন কর্থাৎ ভর্তি ইনজেকশনে বিক্রি হয় এবং এর ব্যাবহার সপ্তাহে এক দিন করে একটি ডোজ নেয়।
আরও পড়ুন: টয়লেটে ফোন? সাবধান! আপনার অজান্তেই বাড়ছে পাইলসের ৪৬% ঝুঁকি!
চিকিৎসকেদের মতে এই 'মুঞ্জারো' ওষুধটি দেহের ব্রাড সুগার লেভেল নিয়ত্রন করে,ফলে ওজনের সাথে ডায়বেটিসের ক্ষেত্রেও কনেক কার্জকরি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)