জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলিযুগের সবচেয়ে ভয়ংকর ভাইরাস (Deadly Virus)! ছড়াচ্ছে বাতাসে। ঢুকছে আমাদের নাক-মুখ দিয়ে। পৌঁছে যাচ্ছে ফুসফুসে। ভিতর থেকে খেয়ে নিচ্ছে আমাদের শরীর। ২০২৫ সালে যেন চারদিকে শুধুই ধ্বংসের খবর! কীভাবে এড়াবেন এই মারাত্মক ভাইরাসের সংক্রমণকে (Deadly Virus Infection)?
মারাত্মক ছত্রাকের সংক্রমণ, খেয়ে নিচ্ছে শরীর
করোনার সংক্রমণের মধ্যেই ব্যাপকভাবে বাড়ছে এই ভয়ংকর ছত্রাকের সংক্রমণ। বলা হচ্ছে এই ছত্রাক বাতাসে ছড়ায়। নাক দিয়ে শরীরের ভিতর প্রবেশ করে। তারপর মানবশরীরকে ভিতর থেকে কুরে কুরে খেতে থাকে।
কী এই ছত্রাকটি?
মানবশরীরকে খেয়ে নেওয়া এই মারাত্মক ছত্রাকটির নাম অ্যাসপারগিলাস ফিউমিগাটাস। যাকে এড়ানো প্রায় অসম্ভব বলে দাবি করেছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, বিশ্ব উষ্ণায়নের সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। বাড়ছে এধরনের ছত্রাকের মারণ সংক্রমণ। বাতাসে ছড়িয়ে পড়া এই ছত্রাকের স্পোর এতই ছোট ও সূক্ষ্ম যে তা মানুষের চোখে পড়ে না। চোখ এড়িয়ে যায়।
কীভাবে মৃত্যুর দিকে নিয়ে যায় এই ছত্রাকের সংক্রমণ?
নাক-মুখ দিয়ে ঢুকে এই ছত্রাকের সংক্রমণ প্রথমে ফুসফুসে ছড়িয়ে পড়ে। তারপর সারা শরীরের অঙ্গপ্রত্যঙ্গকে বিকল করে দেয়। শেষে মৃত্যু ঘটে রোগীর। হাঁপানি ও এইডস রোগীর ক্ষেত্রে এর প্রভাব দ্রুত লক্ষ্য করা যায়।
কীভাবে এড়াবেন এই ছত্রাকের সংক্রমণ?
চিকিৎসকরা বলছেন, যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম। তাঁদের বেশি সাবধানে থাকতে হবে। এই ছত্রাকের সংক্রমণ এড়াতে তাঁদের বাগানের গাছগাছালি, মাটি এড়িয়ে চলা উচিত। ধুলোবালির জায়গায় মাস্ক পরা উচিত। সাধারণ এই ছত্রাক আর্দ্র জায়গায় জন্মায়। আবার ১২০ ডিগ্রি ফারেনহাইটেও বেঁচে থাকে। বর্তমানে মার্কিন মুলুকে এই ছত্রাকের প্রকোপ ও সংক্রমণ বেশি। তবে বিশ্ব উষ্ণায়নের সঙ্গে অচিরেই বিশ্বের অন্যান্য দেশে এই ছত্রাকের সংক্রমণ বৃদ্ধি পেতে চলেছে বলে আশঙ্কা বিজ্ঞানীদের।
আরও পড়ুন, Why Bee swallowing causes heart attack: 'মৌমাছি গিলে ফেলেছি...' মৃত্যু সঞ্জয় কাপুরের! কেন? মৌমাছির সঙ্গে হার্ট অ্যাটাকের কী সম্পর্ক?
আরও পড়ুন, Mermaid Babies: এক 'ভয়ংকর' ওষুধে ৪৬ দেশে 'মারমেইড বেবি'! ২০০০০ শিশুর... ইতিহাসে সবচেয়ে বড় মেডিক্যাল বিপর্যয়...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)