Pig Kidney Transplants in Humans: ডায়ালিসিস নিতে নিতেই মরতে হবে না আর! এবার মানুষের শরীরে কাজ করবে শুয়োরের কিডনি...
Pig Kidney’s Transplantation: যুগান্তকারী চিকিৎসাপদ্ধতি। আমেরিকার ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' এর অনুমোদনে এবার মানুষের শরীরে বসতে পারে শুয়োরের কিডনি।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন নজরদারিতে এবার চিকিত্সা বিজ্ঞানে নজিরবিহীন কাজ করতে চলেছেন চিকিত্সকেরা। কিডনি প্রতিস্থাপনের চিকিৎসাপদ্ধতি মাইলফলক ছুঁতে চলেছে। অন্য প্রাণীর কিডনি মানুষের দেহে প্রতিস্থাপন সম্ভব কিনা তা নিয়ে পরীক্ষা নিরীক্ষা অনেকদিনের। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রেরই মেরিল্যান্ডের ৫৭ বছর বয়সি এক ব্যক্তির দেহে শুয়োরের হৃৎপিণ্ড প্রতিস্থাপিত হয়েছিল। যদিও মাস দু'য়েক পরই সংক্রমণে মারা যান তিনি।
তবে এবার ক্রস-প্রজাতির প্রতিস্থাপনের দিকে একটি বড় পদক্ষেপআমেরিকার। ‘ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন' (এফডিএ) শুয়োরের কিডনি প্রতিস্থাপনের পরীক্ষার জন্য প্রথমবারের ক্লিনিকাল ট্রায়ালের অনুমোদন দিয়েছে। দুটি বায়োটেকনোলজি সংস্থা- ইউনাইটেড থেরাপুটিকস কর্পোরেশন এবং ইজেনেসিস এর ছাড়পত্র পেয়েছে।
শুয়োরের অঙ্গ মানব শরীরে প্রতিস্থাপন করার ভাবনাচিন্তা বহুদিন ধরেই বিশ্বের তাবড় চিকিৎসা বিজ্ঞানীদের মাথায় চলছে। এ নিয়ে নিয়মিত গবেষণাও চলে। স্তন বা প্রস্টেটের ক্যানসারে বিশ্বে ফি-বছর যত মানুষের মৃত্যু হয়, কিডনির বিভিন্ন অসুখে মৃত্যু-হার তার চেয়ে অনেক বেশি। তবে শুয়োরের কিডনি প্রতিস্থাপন প্রথম থেকে একটু বেশিই চ্য়ালেঞ্জিং। এর আগে শিম্পাঞ্জির কিডনি মানুষের শরীরে প্রতিস্থাপনের চেষ্টা সফল হয়নি। শিম্পাঞ্জি মানুষের অনেক কাছের প্রজাতি হওয়া সত্ত্বেও।
প্রসঙ্গত, শুয়োরের জিনে আলফা জেল নামে এক প্রকার শর্করা থাকে। যা মানব দেহের পক্ষে গ্রহণ করা কঠিন। ফলে শুয়োরের কিডনি মানব দেহে প্রতিস্থাপন করলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার প্রবল সম্ভাবনা থেকে যাচ্ছিল। এরপরই শুয়োরের জিনগত পরিবর্তনের বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। এদিকে আকৃতিতে শুয়োরের কিডনি অনেকটাই মানুষের কিডনির মতো।
ইউনাইটেড থেরাপিউটিক্স কর্পোরেশনের মতে, তারা ছয়জন রোগীকে নিয়ে এই গবেষণা শুরু করবে, যাদের প্রত্যেকে কমপক্ষে ছয় মাস ডায়ালাইসিসে রয়েছে এবং অন্য কোনও গুরুতর চিকিত্সা সংক্রান্ত সমস্যা নেই। প্রাথমিক পর্যবেক্ষণ কীভাবে যায় তার উপর নির্ভর করে ট্রায়ালটি ৫০ অংশে প্রসারিত হবে। এজেনেসিস জানিয়েছেন যে তারা তিনজন রোগীর সাথে শুরু করবেন, পরবর্তী পর্যায়ে সংখ্যা বাড়িয়ে তুলবেন।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)