Salman Khan Brain Aneurysm: অ্যানিউরিজম কী, জানেন? সলমান যে ভয়ংকর রোগে আক্রান্ত, তা আপনারও হতে পারে! জেনে নিন, কীভাবে বাঁচবেন এর হাত থেকে...

Salman Khan Battling with Brain Aneurysm: বলিউড সুপারস্টার সলমান খান মস্তিষ্কের কঠিন রোগে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই অসুস্থতা তাঁকে অবশ্য সেভাবে কাবু করতে পারেনি বলেই মনে হয়, কারণ, তিনি তো এই অবস্থাতেই অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু তিনি তো সলমান। তাঁর পক্ষে অনেক কিছুই সম্ভব। যদি আপনার-আমার এই রোগ হয়? কী হবে?

সৌমিত্র সেন | Updated By: Jun 24, 2025, 08:39 PM IST
Salman Khan Brain Aneurysm: অ্যানিউরিজম কী, জানেন? সলমান যে ভয়ংকর রোগে আক্রান্ত, তা আপনারও হতে পারে! জেনে নিন, কীভাবে বাঁচবেন এর হাত থেকে...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউড সুপারস্টার সলমান খান (Salman Khan) মস্তিষ্কের কঠিন রোগে (Brain Aneurysm) আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। সেই অসুস্থতা তাঁকে অবশ্য সেভাবে কাবু করতে পারেনি বলেই মনে হয়, কারণ, তিনি তো এই অবস্থাতেই অবিরাম কাজ করে যাচ্ছেন। কিন্তু তিনি তো সলমান। তাঁর পক্ষে অনেক কিছুই সম্ভব। যদি আপনার-আমার এই রোগ হয়? কী করব আমরা? হাত-পা ছড়িয়ে কাঁদতে বসে যাব, নাকি চিকিৎসা শুরু করব? কীভাবে বুঝব, রোগটা হয়েছে কি না? প্রসঙ্গত, কপিল শর্মার (The Kapil Sharma Show) অনুষ্ঠানে এসে সলমান নিজেই তাঁর রোগের কথা জানিয়েছেন। 

আরও পড়ুন: Boeing 747 Crash in Mid-Air: ভয়ংকর! আকাশেই মৃত্যু ৩৫৯ যাত্রীর! হাজার-হাজার ফুট উপরে ভয়াবহ সংঘর্ষ বোয়িং-৭৪৭ ও কেজেডএ ১৯০৭-র...

আরও পড়ুন: Vaishno Devi Landslide: ভয়ংকর! বৈষ্ণোদেবীর পুণ্যভূমিতে বিপুল ধস, কাদাস্রোত...ভাঙল রেলট্র্যাক, বন্ধ উড়ান...এ কী চলছে?

কী বলেছেন সলমান?

সলমান জানান, তাঁর জীবনে বিভিন্ন রকম রোগ-জটিলতা রয়েছে। মেজাজ খারাপ থাকলে শারীরিক জটিলতা আরও বেড়ে যায় বলেও জানান অভিনেতা। সলমান জানিয়েছেন, তিনি নাকি ট্রাইজেমিনাল নিউরালজিয়া, অ্যানিউরিজম, এভি ম্যালফরমেশনের মতো রোগে দীর্ঘদিন ধরে ভুগছেন। ট্রাইজেমিনাল নিউরালজিয়া অসুখটিকে 'সুইসাইড ডিজিজ'ও বলে। এই অসুখে নাকি রোগযন্ত্রণা এমন প্রবল আকার নেয় যে, রোগী নিজের জীবন শেষ করে দেওয়ার সিদ্ধান্ত পর্যন্ত নিতে চান বা নিয়ে ফেলেন!

কী এই ব্রেন অ্যানিউরিজম?

এই রোগে মস্তিষ্কের ধমনি ফুলে যায়, ডাক্তারি পরিভাষায় বিষয়টিকে বলা হয়, এনলার্জমেন্ট অফ আ ব্রেন আর্টারি! যেটি কোনও এক সময়ে ফেটে যেতে পারে এবং তা থেকে রক্তক্ষরণ হতে পারে। এই রোগটি মহিলাদের বেশি হয়। প্রাপ্তবয়স্কদেরও হয়। এই রোগে মাথার ধমনির দেওয়াল দুর্বল হয়। তখনই সেটা ফেটে যাওয়ার আশঙ্কা থাকে। 

কী থেকে এটা ঘটতে পারে?

পরিবারের কেউ ব্রেন অ্যানিউরিজমে ভুগছেন, তেমন ঘটলে, সেই পরিবারেরই অন্য কারও এটা হওয়ার আশঙ্কা থাকে
জিনগত কারণে
দীর্ঘদিন হাইপারটেনসনে ভুগলে
ধূমপান করলে

কী ভাবে আপনি বুঝবেন, ইতিমধ্যেই আপনিও এই রোগে আক্রান্ত হয়েছেন কি না?

প্রচণ্ড মাথা ব্যথা হবে
বমি-বমি ভাব এবং বমি করা
দৃষ্টিতে সমস্যা
খিঁচুনি
দুর্বলতা
অনুভূতিশূন্যতা

কীভাবে বাঁচেবন এই রোগের হাত থেকে?

কথায় বলে লিশন টু ইয়োর বডি! যেসব লক্ষণের কথা বলা হল, খেয়াল করে দেখা যে, আপনি এর কোনওটিতেও আক্রান্ত হয়েছেন কি না। মনে বলে দ্রুত চিকিৎসা শুরু করা। তবে, তারও আগে যা করে যেত হবে, সেগুলি হল:

প্রচুর ঘুমোন অন্তত ৭ থেকে ৮ ঘণ্টা
স্ট্রেস ম্যানেজ করুন  
নিয়মিত ব্রিদিং এক্সারসাইজ 
যোগা করুন 
স্বাস্থ্যকর খাবার খান, জাংক ফুডে না
প্রতিদিন অন্তত ৩০ মিনিট হাঁটুন

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.