Cancer: ভারতে প্রতি ৫ জনে ৩ জন ক্যানসার আক্রান্তের মৃত্যু! বেশি ঝুঁকি মহিলাদের...
ক্যানসারে প্রাণ সংশয়ের ঝুঁকির নিরিখে চিন আর আমেরিকার পরই তৃতীয় স্থানে রয়েছে ভারত।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ক্যানসার নিয়ে সমীক্ষায় উঠে এল ভয় ধরানো তথ্য়। সমীক্ষা বলছে, ভারতে ক্যানসার আক্রান্তদের মধ্যে প্রতি ৫ জনে ৩ জনের মৃত্যু ঘটে থাকে। আর এই ক্যানসারে আক্রান্ত হওয়া বা মৃত্যুর হার মহিলাদের মধ্যে বেশি।
এমনকি সমীক্ষায় এও উঠে এসেছে যে ভারতে ক্যানসারে মৃত্যুর ঝুঁকি বেশি। আগামী দু-দশকে ভারতে ক্যানসারে মৃত্যুর হার বাড়তে চলেছে। আর বিশেষ করে ক্যানসারের শিকার হবেন মহিলারা। কারণ মহিলাদের মধ্যে বেড়েছে স্তন ও জরায়ু ক্যানসারের হার। অন্যদিকে পুরুষদের মধ্যে মুখে ক্যানসারের প্রবণতা সবচেয়ে বেশি। ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিলের রিসার্চ স্টাডিতে এমনই ঝুঁকির কথা উল্লেখ করা হয়েছে।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
দ্য়া ল্যানসেট রিজিওনাল হেলথ সাউথইস্ট এশিয়া নামক জার্নালে এই সমীক্ষা প্রকাশিত হয়েছে। সেখানে বলা হয়েছে, ভারতে ক্যানসার আক্রান্ত প্রতি ৫ জনে ৩ জনের মৃত্যু আশঙ্কা। ওদিকে আমেরিকায় প্রতি ৪ জনে ১ জনের মৃত্যুর ঝুঁকি রয়েছে। আর চিনের ক্ষেত্রে প্রতি ২ জনে একজন ক্যানসার আক্রান্তের মৃত্যুর ঝুঁকি রয়েছে।
ক্যানসারে প্রাণ সংশয়ের ঝুঁকির নিরিখে চিন আর আমেরিকার পরই তৃতীয় স্থানে রয়েছে ভারত। বিশেষজ্ঞরা বলছেন, ভারতের জনসংখ্যা বাড়ার কারণও এই হার বৃদ্ধির পিছনে অন্যতম একটি কারণ। বিগত ২০ বছরের ভারতের ইতিহাস ঘেঁটে ৩৬ রকমের ক্যানসারের নমুনা নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছে।
আরও পড়ুন, Norovirus Outbreak: ব্যাটকরোনার মধ্যেই ভয়ংকর আতঙ্ক তৈরি করেছে নোরোভাইরাস! ভয়ে কাঁপছে সারা পৃথিবী...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)