Abhijit Gangopadhyay: `প্লিজ পুরনো কথা ভুলে যান`, বিচারপতি গাঙ্গুলির অনুরোধে উঠল `এজলাস বয়কট`
বারে দেখা করলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এদিন তিনি বলেন, রাগের কথা মাথায় রাখবেন। ওটা হয়ে যায়। আমি নিজেই ২৩ বছর বারের সদস্য। ভুলে যান। কাজে আসুন। পুরনো কথা ভুলে যান। নতুন বছর আসছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'রাগ অভিমান করে থাকবেন না, কাজে ফিরুন'। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের আবেদনের পরই এজলাস বয়কটের সিদ্ধান্ত প্রত্যাহার বার অ্যাসোসিয়েশনের। দুপুর ১.১৫ নাগাদ বার অ্যাসোশিয়েশনের ২ নম্বর ঘরে যান বিচারপতি গঙ্গোপাধ্যায়। 'কাজ করতে গেলে মাথা গরম হয়, ওটা নিয়েই চলতে হবে। নতুন বছর আসছে, পুরনো কথা ভুলে নতুন করে এগিয়ে যেতে হবে।' বার অ্যাসোসিয়েশনের ঘরে গিয়ে আইনজীবীদের বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন, Kolkata Ocean World: কলকাতায় প্রথমবার জলজ থিম পার্ক, ক্রিসমাসের ছুটিতে শহরেই সমুদ্র-সফর
এজলাসে বসেছেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। কয়েকজন আইনজীবী ছাড়া সিংহ ভাগ আইনজীবী শুনানি তে অংশ নিচ্ছেন না। বিচারপতি বলেন, " আমি দুপুর ১.৩০ টায় ২ নম্বর বারে (বার অ্যাসোসি়েশন রুমে) যাব। আমি ক্ষমা চাইব না। তবে ভাল ভাবে সবাই কে বলব, কেন এমন করেছি। " এরপরই বারে দেখা করলেন বিচারপতি অভিজিত গঙ্গোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু।
তিনি সেখানে বলেন, "রাগের কথা মাথায় রাখবেন। ওটা হয়ে যায়। আমি নিজেই ২৩ বছর বারের সদস্য। ভুলে যান। কাজে আসুন। পুরনো কথা ভুলে যান। নতুন বছর আসছে।" তারপরই বয়কর প্রত্যাহার করে বার অ্যাসোসিয়েশন। এজলাস ছেড়ে যাওয়ার সময় বিচারপতি জানিয়ে যান, তিনি বার অ্যাসোসিয়েশনে গিয়ে বিক্ষুব্ধ আইনজীবীদের সঙ্গে কথা বলবেন। যাতে আদালতের কাজ সচল রাখা যায়। যে আইনজীবীকে তিনি হেনস্থা করেছিলেন,সেই প্রসেনজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গেও কথা বলেন বিচারপতি। এরপরই বরফ গলে।
আরও পড়ুন, Garia: স্বামীর বন্ধুর সঙ্গেই লিভ ইন! পরিণতিতে গড়িয়ায় হাড়হিম ঘটনা...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)