খেলার পর পুকুরে হাত-পা ধুতে গিয়ে মৃত্যু কিশোরের

Updated By: Jul 28, 2017, 09:02 AM IST
খেলার পর পুকুরে হাত-পা ধুতে গিয়ে মৃত্যু কিশোরের

ওয়েব ডেস্ক: খেলার পর পুকুরে হাত-পা ধুতে গিয়ে মৃত্যু হল এক কিশোরের। নাগেরবাজারের রামগড় কলোনির ঘটনা। ১১০ RN গুহ রোডের বাসিন্দা জিত দাস। ১৪ বছরের কিশোরকে বাড়িতে সবাই রিট্টু নামেই ডাকত। KK হিন্দু অ্যাকাডেমি স্কুলের ক্লাস নাইনের ছাত্র গতকাল বিকেলে দুই বন্ধুর সঙ্গে খেলতে গিয়েছিল। খেলার পর পুকুরে হাত-পা ধুতে গিয়ে তলিয়ে যায় জিত। সঙ্গে থাকা বন্ধু প্রণয় পাল চৌধুরী তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু কেউই সাঁতার জানত না। আরেক কিশোর বিষয়টি দেখতে পেয়ে একটি বাঁশ এগিয়ে দেয়। ওই বাঁশ ধরে প্রণয় উঠে আসতে পারলেও, তলিয়ে যায় জিত। দুই কিশোরের চিত্‍কার চেঁচামেচিতে ছুটে আসেন এলাকার বাসিন্দারা। পুকুরে নেমে তল্লাশি শুরু হয়। দেড় ঘণ্টা পর জিতের দেহ ভেসে ওঠে। ঘটনার পর থেকে আর খোঁজ নেই প্রণয়ের। শনিবার ছিল জিতের জন্মদিন। তার আগেই মৃত্যু ছিনিয়ে নিয়ে গেল তাকে। বাড়িতে শোকের ছায়া। কী করে এমন ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশায় তাঁরা।

নিছক দুর্ঘটনা নাকি অন্য কিছু? নাগেরবাজারে কিশোরের মৃত্যুতে জোরাল হচ্ছে প্রশ্ন। কারণ দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ বন্ধু প্রণয় পাল চৌধুরী। গতকাল বিকেলে জিতের সঙ্গে পুকুরে গিয়েছিল প্রণয়। তারা একই স্কুলের ছাত্র। একই পাড়ায় থাকে। একসঙ্গে খেলতে যেত। আরেক বন্ধুর তত্‍পরতায় বেঁচে গিয়েছে প্রণয়। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা সে। পরিবারের দাবি, বিকেল থেকে খোঁজ মিলছে না প্রণয়ের। থানা মিসিং ডায়েরি নিতে অস্বীকার করে বলেও অভিযোগ করেছে তারা।

.