রাজ্য মন্ত্রিসভায় বড় রদবদল, শিক্ষা হাতছাড়া ব্রাত্য, পর্যটন থেকে সরলেন কৃষ্ণেন্দু
মোদী ক্যাবিনেট ঘোষনার পরদিনই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হল। শিক্ষামন্ত্রক হাতছাড়া হল ব্রাত্য বসুর, পর্যটন থেকে সরিয়ে দেওয়া হল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে।
নরেন্দ্র মোদী ক্যাবিনেট ঘোষনার পরদিনই রাজ্য মন্ত্রিসভায় বড়সড় রদবদল করা হল। শিক্ষামন্ত্রক হাতছাড়া হল ব্রাত্য বসুর, পর্যটন থেকে সরিয়ে দেওয়া হল কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীকে।
ব্রাত্য বসুকে সরিয়ে শিক্ষামন্ত্রকের দায়িত্ব দেওয়া হল পার্থ চট্টোপাধ্যায়কে। তথ্যপ্রযুক্তি দফতরের অতিরিক্ত দায়িত্ব পেলেন অমিত মিত্র। কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর পর্যটন দফতর দেওয়া হল ব্রাত্য বসুকে।
অন্যদিকে, খাদ্য প্রক্রিয়াকরণ মন্ত্রকের দায়িত্ব পেলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। সাবিত্রী মিত্রকে সরিয়ে দেওয়া হল নারী ও শিশুকল্যাণ দফতর থেকে। এই দফতরের দায়িত্ব দেওয়া হল শশী পাঁজাকে। আপাতত দফতরহীন মন্ত্রী হিসেবেই থাকবেন সাবিত্রী মিত্র।
এবার থেকে শিল্প ও অর্থ মন্ত্রকের সঙ্গে অতিরিক্ত তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের দায়িত্ব সামলাবেন অমিত মিত্র। গত বছর ডিসেম্বর মাসে পার্থ চট্টোপাধ্যায়ের ডানা ছাঁটেন মুখ্যমন্ত্রী। শিল্পর মতো গুরুত্বপূর্ণ দফতর থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে। কয়েকমাসের মধ্যেই আবার বড় দায়িত্ব দিয়ে ফিরিয়ে আনা হল তাঁকে।