SSC Scam: 'শূন্য পদ থাকলে কেন সুযোগ নয়'? প্রশ্ন হাইকোর্টের, আশায় চাকরিহারারা...

SSC Scam:  এসএসসি ২০১৬ সালের প্যানেল বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি হারিয়েছেন ২৬ হাজার শিক্ষক। তাঁদের মধ্যে অনেকেই আপার প্রাইমারিতে নিয়োগের কাউন্সেলিংয়ে সুযোগ পেয়েছিলেন। 

তনুময় ঘোষাল | Updated By: Jun 23, 2025, 05:32 PM IST
SSC Scam: 'শূন্য পদ থাকলে কেন সুযোগ নয়'? প্রশ্ন হাইকোর্টের, আশায় চাকরিহারারা...

অর্ণবাংশু নিয়োগী: সুপ্রিম কোর্টের নির্দেশে এসএসসি-র ২০১৬ সালের প্যানেল বাতিল। নবম-দশম শ্রেণির শিক্ষকতার চাকরি হারিয়ে এবার আপার প্রাইমারিতে নিয়োগে আশায় চাকরিহারা। 'শূন্য়পদ থাকলে আগের সুযোগ কেন দেওয়া হবে না'? স্কুল সার্ভিস কমিশনের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। 

আরও পড়ুন:  West Bengal Kaliganj Assembly by Election Result: ছাব্বিশের আগে অক্সিজেন পেল শাসক, কালীগঞ্জে কিস্তিমাত তৃণমূলেরই...

আপার প্রাইমারিতে ফিজিক্যাল এডুকেশন ও ওয়ার্ক এডুকেশন শিক্ষক পদে নিয়োগে কাউন্সেলিং সুযোগ পেয়েছিলেন এক চাকরিহারা শিক্ষক। কিন্তু তখন সেই সুযোগ নেননি তিনি। ২০১৬ সালের প্যানেলে নবম-দশম শ্রেণির শিক্ষক পদে চাকরি নিয়েছিলেন তিনি। কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশে সেই চাকরি দিয়েছে। এখন অতীতে যে সুযোগ নেননি, সেই আপার প্রাইমারির কাউন্সিলে ডাক পেতে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন ওই চাকরিহারা শিক্ষক।

মামলাকারীর আইনজীবী আশীষ কুমার চৌধুরী  বলেন, 'আদালতের মূল পর্যবেক্ষণ ছিল, সুপার নিউমেরিক পোস্টে যেহেতু এখনও নিয়োগ সম্পন্ন হয়নি। তাহলে সেই জায়গায় পদ শূন্য থাকলে এই চাকরিহারাকে কেন ডাকা যাবে না'? এর আগে, এই মামলার শুনানিতে হাইকোর্টের  বিচারপতি সৌগত ভট্টাচার্যের মন্তব্য় ছিল, 'কাদের ভুলে চাকরি গেল এদের? কেন কমিশন যোগ্য অযোগ্য কে আলাদা করতে পারল না'? ফলে আশায় বুক বাঁধছেন চাকরিহারা শিক্ষকরা।

এদিকে সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নিয়োগ হবে এসএসসিতে। পরীক্ষার দিনক্ষণ অবশ্য চূড়ান্ত হয়নি এখনও। তবে নয়া পরীক্ষাবিধি প্রকাশ করে দিয়েছে স্কুল শিক্ষা দফতর। সেই বিধিকে চ্যালেঞ্জ করে আবার মামলা দায়ের করা হয়েছে হাইকোর্টে।  মামলাকারীর দাবি, SSC-র নতুন বিধি সুপ্রিম কোর্টের নির্দেশের পরিপন্থী।

আরও পড়ুন:  Kaliganj By Election: বিজয় মিছিলে প্রাণহানি! বোমার আঘাতে মৃত্যু চতুর্থ শ্রেণীর ছাত্রীর...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.