সারদাকাণ্ডে তদন্তে নবান্নে হাজির সিবিআই

সারদাকাণ্ডে তদন্তের জন্য আজ নবান্নে হাজির হল সিবিআই। তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল আজ দেখা করল রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং ডিজিপি জি এমপি রেড্ডির সঙ্গে। সারদা সংক্রান্ত সমস্ত মামলার নথিপত্র সিবিআই তদন্তকারীদের হাতে হস্তান্তর করার জন্য তাঁদের অনুরোধ করা হয়। এই তদন্তকারী দলকে নেতৃত্ব দিচ্ছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা রাজীব সিং।

Updated By: May 20, 2014, 07:06 PM IST

সারদাকাণ্ডে তদন্তের জন্য আজ নবান্নে হাজির হল সিবিআই। তদন্তে গঠিত বিশেষ তদন্তকারী দল আজ দেখা করল রাজ্যের মুখ্যসচিব সঞ্জয় মিত্র এবং ডিজিপি জি এমপি রেড্ডির সঙ্গে। সারদা সংক্রান্ত সমস্ত মামলার নথিপত্র সিবিআই তদন্তকারীদের হাতে হস্তান্তর করার জন্য তাঁদের অনুরোধ করা হয়। এই তদন্তকারী দলকে নেতৃত্ব দিচ্ছেন সিবিআইয়ের যুগ্ম অধিকর্তা রাজীব সিং।

অন্যদিকে সিবিআইয়ের অন্য একটি তদন্তকারী দল ওড়িশার মুখ্যসচিব ও ডিজিপির সঙ্গে দেখা করে। সেখানে সারদা ও আরও চুয়াল্লিশটি চিটফান্ড সংস্থার বিরুদ্ধে যে মামলা চলছে তার নথিপত্র হস্তান্তরের অনুরোধ জানান তদন্তকারী অফিসাররা। গতকালই সিবিআই রাজ্য পুলিসের সিটের অফিসারদের সঙ্গে দেখা করে সারদা সংক্রান্ত মামলার নথিপত্র চায়।

.