নিজস্ব প্রতিবেদন: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন (Russia-Ukraine War) থেকে ফিরেছেন। এবার পড়ুয়াদের ভবিষ্যৎ কী? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (PM Narendra Modi) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী (Mamat Banerjee)। আর্জি জানালেন, 'কেন্দ্রীয় সরকার যেন অবিলম্বে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে চিন্তাভাবনা করে'। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

এর আগে, এদিন কলকাতায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে ইউক্রেন ফেরত পড়ুয়াদের সঙ্গে সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী। তাঁদের সমস্যার কথা শোনেন। বেশিরভাগ পড়ুয়ারাই এখন দেশেই পড়াশোনা চালিয়ে যেতে চাইছেন। বিদেশে যাঁরা পড়তে গিয়েছিলেন, তাঁদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কীভাবে? মুখ্যমন্ত্রী বলেন, এখানকার মেডিক্যাল কলেজে ইন্টার্নশিপ করতে পারবেন ইউক্রেন ফেরত পড়ুয়ারা। শুধু তাই নয়,  যাঁরা পড়াশোনা এখনও শেষ হয়নি, তাঁদের এখানকার কলেজের ভর্তির বিষয়ে কেন্দ্রীয় সরকার ও মেডিক্যাল কাউন্সিলের সঙ্গে কথা বলবেন।



আরও পড়ুন:WB Assembly: 'উত্তরবঙ্গ বঞ্চনার শিকার', বিধানসভায় বাংলার ভাগের দাবি BJP বিধায়কের


প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে মুখ্যমন্ত্রী বলেছেন, 'যুদ্ধ পরিস্থিতি কারণে ইউক্রেন ছাড়তে বাধ্য হয়েছে বহু পড়ুয়া। বেশিরভাগই বিভিন্ন বর্ষের ডাক্তারি পড়ুয়া। অনিশ্চিত ভবিষ্যতের কারণে তাঁরা উদ্বিগ্ন। অভূতপূর্ব এই পরিস্থিতিতে ব্যতিক্রমী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। আপনাকে অবিলম্বে হস্তক্ষেপ করার অনুরোধ জানাচ্ছি'। মেডিক্যাল কাউন্সিলকে মুখ্যমন্ত্রী চিঠি দেবেন বলে জানা গিয়েছে।


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)