নিজস্ব প্রতিবেদন: পশ্চিমবঙ্গে বামদের অস্তিত্ব কমতে কমতে এখন 'শূন্য'। লোকসভাতেও সাংসদ সংখ্যা হাতে গোনা ঠেকেছে। শিবরাত্রির সলতের মতো কেরলের ক্ষমতায় রয়েছে সিপিএম (CPM)। অন্যদিকে তৃণমূল (TMC) তৃতীয়বার রাজ্যের ক্ষমতায়। তবে বাৎসরিক আয়ে এখনও ঘাসফুল শিবিরের চেয়ে এগিয়ে কাস্তে-হাতুড়ি-তারা।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

রাজনৈতিক দলগুলি আয়-ব্যয়ের অডিট রিপোর্ট জমা দিয়েছে নির্বাচন কমিশনে (Election Commission)। তাতে দেখা যাচ্ছে,২০১৯-২০ অর্থবর্ষে ১৪৩ কোটি ৬৭ লক্ষের আয় করেছে তৃণমূল (TMC)। ওই সময়ে সিপিএমের (CPM) আয় ১৫৮ কোটি ৬২ লক্ষ টাকা। অর্থাৎ প্রায় ১৫ কোটি টাকা বেশি অর্থ এসেছে সিপিএমের ভাঁড়ারে। কিন্তু ব্যয়ে পিছিয়ে তারা। কমিশনে দেওয়া তথ্য বলছে, ২০১৯-২০ অর্থবর্ষে সিপিএম খরচ করেছে ১০৫ কোটি ৬৮ লক্ষ। সেখানে ১০৭ কোটি ২৭ লক্ষ ব্যয় করেছে তৃণমূল (TMC)।  


২০১৮-২০১৯ আর্থিক বছরে আয়ের নিরিখে অবশ্য এগিয়েছিল তৃণমূল (TMC)। অনেকখানি পিছিয়ে ছিল সিপিএম (CPM)। ওই বছর তৃণমূলের (TMC) আয় ছিল ১৯১ কোটি ৬০ লক্ষ টাকা। ১০০ কোটি ৯৬ লক্ষ টাকা আয় করেছিল সিপিএম (CPM)। একই অর্থবর্ষে ৭৬ কোটি ১৫ লক্ষ টাকা ব্যয় করেছিল তারা। তৃণমূল করেছিল মাত্র ১০ কোটি ৪৫ লক্ষ টাকা।


আরও পড়ুন- RSS ভোর থেকে কাজ করল, আপনারা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোলেন, বিস্ফোরক Gautam Deb


 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)