নিজস্ব প্রতিবেদন:   ভোররাতে নিউটাউনের সাপুরজি মার্কেটে ভয়াবহ আগুন। ভস্মীভূত অন্তত ২০ টি ঝুপড়ি দোকান। আগুন নেভাতে গিয়ে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়েছেন এক জন দমকলকর্মী। আহত হয়েছেন আরও দুজন স্থানীয় ব্যবসায়ী। তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রায় ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - পান চাষে বিপর্যয়, প্রশাসনের সাহায্যের আশায় চাষিরা


বৃহস্পতিবার ভোর চারটে নাগাদ নিউটাউনের সাপুরজি মার্কেটে আগুন লাগে। ওই মার্কেটে বেশিরভাগই ঝুপড়ি দোকান রয়েছে। বেশ কিছু ছোটো হোটেল, রেস্টুরেন্ট রয়েছে।  প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কোনও একটি ছোটো হোটেলেই আগুন লাগে। দাহ্য বস্তু থাকায় আগুন ছড়িয়ে পড়ে দ্রুত। বেশ কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। স্থানীয় দোকানদাররাই দমকলে খবর দেন। প্রথমে দমকলের ২ টি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা করে। এক ঘণ্টার মধ্যে দমকলের আরও ২ টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়।



 


 আরও পড়ুন- বৃহস্পতিবার থেকে শুরু বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন, আসছেন দেশ-বিদেশের ৪০০০ প্রতিনিধি


আগুনের গ্রাসে প্রায় ২০ টি ঝুপড়ি দোকান। কী থেকে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শর্ট সার্কিট অথবা গ্যাস সিলিন্ডার ফেটে আগুন লেগেছে। তবে এদিন দমকল কর্মীদের তত্পরতায় বড় দুর্ঘটনায় এড়ানো সম্ভব হয়েছে। অনেক ঝুপড়ি দোকানেই গ্যাস সিলিন্ডার ছিল। এরফলে সব কটি গ্যাস সিলিন্ডার ফেটে গেলে বড় বিপত্তি ঘটতে পারত। তার আগেই সেগুলি সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে। এখনও আগুন নিয়ন্ত্রণে। তবে পকেট ফায়ার রয়েছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিস।