নিজস্ব প্রতিবেদন:  দমদম নাগেরবাজারে আইএলএস হাসপাতালে আগুন আতঙ্ক।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 



 মঙ্গলবার সকালে হাসপাতালের ছ’তলায় এসি মেশিন থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। হাসপাতাল কর্মীরাই প্রাথমিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। রোগীদের সেখান থেকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয়। আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে থাকা রোগীর পরিজনদের মধ্যেও। হুড়োহুড়িতে কয়েকজন আহত হন।



ফের কলকাতায় আসছেন অমিত শাহ, এবার এক কথায় সভার অনুমতি দিল রাজ্য সরকার


 খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের একটি ইঞ্জিন। আগুন দ্রুতই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, এসি মেশিনে শর্ট সার্কিটের জেরেই আগুন লেগেছে। আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতি কিছু হয়নি।