Kolkata Horrific Incident: পরকীয়া থেকে বেরিয়ে আসতে চেয়েছিলেন! রাগে প্রেমিকই মুণ্ড কেটে...রিজেন্ট পার্ককাণ্ডে চাঞ্চল্যকর তথ্য
Human head found in golf green: কাটা মুণ্ড কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য। রাজমিস্ত্রি আতিকুরের সঙ্গে নিহত মহিলার সম্পর্কের টানাপোড়েনেই খুন। অনুমান পুলিসের। কোথায় খুন, কোথায় দেহাংশ। জানতে আতিকুরকে টানা জিজ্ঞাসাবাদ।
অয়ন ঘোষাল: রিজেন্ট পার্কে ভ্যাটে মুণ্ডের কিনারা। মহিলার পরিচয় জানল পুলিস। মগরাহাটের বাসিন্দা ওই মহিলার নাম খাতিজা বিবি। মগরাহাট থেকে আটক অভিযুক্ত আতিকুর রহমান। স্থানীয় মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ে ছবি। রিজেন্ট পার্কে মহিলার কাটা মুণ্ড উদ্ধারের কিনারা। মহিলার পরিচয় জানতে পারল পুলিস। নিহত মহিলার নাম খাতিজা বিবি, মগরাহাটের বাসিন্দা। এলাকায় পরিচারিকার কাজ করতেন মহিলা।
আরও পড়ুন, Kolkata Metro: বড় আপডেট! এই রুটে কমছে মেট্রোর সংখ্যা, ২০ মিনিট অন্তর পরিষেবা...
ঘটনায় ডায়মন্ড হারবার থেকে আটক অভিযুক্ত আতিয়ার রহমান লস্কর। স্থানীয় মন্দিরের সিসিটিভিতে ধরা পড়ে অভিযুক্তের ছবি। পুলিস সূত্রে খবর, সকালের দিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায় আতিকুরকে। বেলার দিকে ডায়মন্ড হারবার পালিয়ে যায়। অভিযুক্তের মোবাইল টাওয়ার লোকেশনও রিজেন্ট পার্ক এলাকায় মেলে বলে পুলিস সূত্রে খবর। কিন্তু কোথায় মহিলার দেহের বাকি অংশ, তার খোঁজ চালাচ্ছে পুলিস।
মন্দিরের সিসি ক্যামেরায় ধরা পড়ে আতিয়ারের গতিবিধি। সকালেও একাধিকবার এলাকায় সন্দেহজনকভাবে ঘুরছিল আতিয়ার। বেলার দিকে ডায়মন্ড হারবার ফিরে যায়। সেখান থেকে পাকড়াও করে কলকাতা পুলিস। ফোনের টাওয়ার ম্যাচ করে গেছে। খাতিজা বিবি রিজেন্ট পার্ক এলাকায় পরিচারিকার কাজ করতেন। খুনের মোটিভ জানতে আতিয়ারকে টানা জিজ্ঞাসাবাদ। পুলিসের কাছে খুনের মোটিভ মোটামুটি পরিষ্কার।
বিবাহিত খাতিজা কোনোভাবে বছর খানেক আগে পেশায় রাজমিস্ত্রি আতিকুর রহমান লস্করের সঙ্গে বিবাহ বহির্ভূত প্রণয়ের সম্পর্কে জড়িয়ে পড়েন। এরপর পরিবারের চাপে বিগত ৩ মাস ধরে তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চাইছিলেন। এতেই ক্ষুব্ধ হয়ে ওঠে আতিয়ার। সেই আক্রোশ থেকেই খুন বলে প্রাথমিক অনুমান। দেহ কটার জন্য করাত বা ওই জাতীয় কোনও যন্ত্র ব্যবহার করা হয়ে থাকতে পারে।
পুলিসের কাছে মূল দুটি প্রশ্ন খুন কোথায় হয়েছিল? খুনের পর দেহের বাকি অংশ কোথায় ফেলা হয়েছে? এই খুনে আতিয়ারের অন্য কোনো সহযোগী ছিল কিনা? খুনের পর দেহাংশ একেক জায়গায় ফেলার ক্ষেত্রে কোনো গাড়ি ব্যবহার হয়েছিল কিনা? হয়ে থাকলে সেটা কি গাড়ি? যে আবাসনে গতকাল পুলিস কুকুর গিয়ে থমকে দাঁড়ায় সেই আবাসন এ মাস চারেক আগে রং এর কাজ করার জন্য এসেছিল আতিয়ার।
স্বামীর সঙ্গে সু-সম্পর্ক নেই প্রায় ২ বছর। খবর, একাধিক ব্যক্তির সঙ্গে বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল খাতিজার। আতিয়ার মৃতার দূর সম্পর্কের আত্মীয়। মুন্ডু ছেদ করতে সম্ভবত ব্যবহার করা হয়েছে করাত জাতীয় ধারালো অস্ত্র। মাঝে মধ্যেই ওই আবাসনে রিপেয়ারিং এর কাজের জন্য তার যাতায়াত ছিল বলে পুলিস সূত্রে খবর। রাজমিস্ত্রি আতিয়ারের সঙ্গে নিহত মহিলার সম্পর্কের টানাপোড়েনেই খুন। অনুমান পুলিসের।
আরও পড়ুন, Paschim Medinipur: খড়গপুরে ভয়ংকর অগ্নিকাণ্ড! পুড়ে ছাই বিজেপির পার্টি অফিস-সহ ৪ দোকান...
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)