জিডি বিড়লা কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, স্কুলের কাছে রিপোর্ট তলব বোর্ডের

জিডি বিড়লা স্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ২ শিক্ষককে। শুক্রবার দুপুরে এসএসকেএম হাসপাতালে শিশুর বয়ান রেকর্ড করেছে পুলিস। এমনকি ছবি দেখে অভিযুক্ত দুই শিক্ষককেই চিহ্নিত করেছে শিশুটি।

Updated By: Dec 1, 2017, 09:07 PM IST
জিডি বিড়লা কাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী, স্কুলের কাছে রিপোর্ট তলব বোর্ডের

নিজেস্ব প্রতিবেদন : জিডি বিড়লা কাণ্ডে এবার মুখ খুললেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সন্ধ্যায় তিনি বলেন, তদন্ত সঠিক পথেই চলছে। যা ব্যবস্থা নেওয়া পুলিস নিচ্ছে।

ওদিকে, এই ঘটনায় স্কুলের কাছে রিপোর্ট তলব করল আইসিএসই বোর্ড। সোমবার সেই রিপোর্ট তলব করা হবে বলে বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে। সেই সঙ্গে স্কুলের পড়ুয়াদের নিরাপত্তা সংক্রান্ত প্রতিটি বিষয় সুনিশ্চিত করারও নির্দেশ দিয়েছে বোর্ড। পাশাপাশি প্রতিটি স্কুলের শৌচাগারের বইরে সিসিটিভি ক্যামেরা লাগানো বাধ্যতামূলক বলেও আইসিএসই বোর্ডের তরফে নির্দেশ  দেওয়া হয়েছে।

আরও পড়ুন- জিডি বিড়লা কাণ্ডে গ্রেফতার দ্বিতীয় অভিযুক্ত শিক্ষক মফিজুদ্দিন

জিডি বিড়লা স্কুলের ছাত্রীকে যৌন নির্যাতনের ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ২ শিক্ষককে। শুক্রবার দুপুরে এসএসকেএম হাসপাতালে শিশুর বয়ান রেকর্ড করেছে পুলিস। এমনকি ছবি দেখে অভিযুক্ত দুই শিক্ষককেই চিহ্নিত করেছে শিশুটি।

এদিকে, ঘটনার প্রতিবাদে শুক্রবার সকাল থেকেই দফায় দফায় উত্তপ্ত হয়ে ওঠে স্কুল চত্ত্বর। প্রিন্সিপ্যালের পদত্যাগের দাবিতে সন্ধ্যা পর্যন্ত অভিভাবকরা স্কুলের বাইরে প্রতিবাদে সামিল হন।

.