নিজস্ব প্রতিবেতন:  জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের রফাসূত্র পেতে দফায় দফায় বৈঠক। ইতিমধ্যেই NRS-এর অ্যাকাডেমিক বিল্ডিং-এ যৌথমঞ্চের বৈঠকের সিদ্ধান্ত নিয়েছেন আন্দোলনকারীরা। তবে বেশ কিছু কারণে বৈঠক পিছিয়ে গিয়েছে। অন্যদিকে অচলাবস্থা কাটাটে হাসপাতাল কর্তৃপক্ষদের সঙ্গে বৈঠকে বসবে IMA (ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন) প্রতিনিধি দল। বৈঠকে থাকতে পারেন সর্বভারতীয় সভাপতি শান্তনু সেন। জানা যাচ্ছে, জুনিয়র ডাক্তারদের দাবি নিয়ে আলোচনা করা হবে এই বৈঠকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন:  আজ কি নবান্নে যাবেন জুনিয়র ডাক্তাররা? উত্তরের অপেক্ষায় গোটা রাজ্য


এরপর আন্দোলনকারীদের সঙ্গেও বৈঠক করবেন IMA প্রতিনিধিরা। এখনও পর্যন্ত পাওয়া খবরে দুপুরেই হবে সেই বৈঠক। এরপরই সিদ্ধান্ত হবে নবান্নে বৈঠকে জুনিয়র ডাক্তাররা যাবেন কিনা। প্রসঙ্গ, চিকিৎসক আন্দোলনে তোলপাড় গোটা দেশ। কার্যত ধস নেমেছে চিকিৎসা পরিষেবায়।



প্রসাশনের ওপর তীব্র ক্ষোভে ফেটে পড়েছেন প্রত্যেকেই। গন ইস্তফার সাক্ষী থেকেছে গোটা রাজ্য। অন্যদিকে জট কাটাতে উদ্যোগী ওপর মহল। দফায় দফায় চলছে বৈঠক। কী হবে শেষ অবধি! এখন সময়ের অপেক্ষা।