একুশের ভোটের আগে পুলিসে রদবদল, কলকাতায় অনুজের জায়গায় সৌমেন
বারাকপুর, হাওড়া ও বিধাননগর কমিশনারেটেরও পুলিস কমিশনার বদল হচ্ছে।
সঞ্জয় ভদ্র
একুশের ভোটের রাজ্য পুলিসে (West Bengal Police) বড় রদবদল। বদলি হচ্ছেন কলকাতার পুলিস কমিশনার (Kolkata Police Commissioner)। অনুজ শর্মার জায়গায় আসছেন সৌমেন মিত্র। বারাকপুর, হাওড়া ও বিধাননগর কমিশনারেটে পুলিস কমিশনার পদে বদল হতে চলেছে বলে খবর।
রাজ্যের স্বরাষ্ট্র দফতর সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার পর কলকাতার পুলিস কমিশনারের পদ থেকে অনুজ শর্মাকে (Anuj Sharma) সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। তাঁর জায়গায় আসছেন ১৯৮৮ ব্যাচের আইপিএস অফিসার সৌমেন মিত্র (Soumen Mitra)। অনুজ শর্মা হচ্ছেন সিআইডি এডিজি। এডিজি আইনশৃঙ্খলা জ্ঞানবন্ত সিংকে সরিয়ে আনা হচ্ছে জাভেদ শামিমকে।
বারাকপুর, হাওড়া ও বিধাননগর কমিশনারেটেরও পুলিস কমিশনার বদল হচ্ছে। বারাকপুরে আনা হচ্ছে অজয় নন্দা। হাওড়ায় সি সুধাকর ও বিধাননগরে সুপ্রতিম সরকার আসছেন।
আরও পড়ুন- CM Mamata -র বাজেট বক্তৃতার শুরুতেই বিক্ষোভ BJP-র, উঠল 'জয় শ্রী রাম' ধ্বনি