পাশে থাকার বার্তা দিয়ে কলকাতায় আইফেল টাওয়ার

এটাই কলকাতা। লন্ডন তো হবেই কিন্তু প্যারিস কেন বাদ যাবে? ইকো পার্কে এবার নির্মিত হতে চলেছে প্যারিসের আইফেল টাওয়ারের রেপলিকা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল আইফেল টাওয়ার। পৃথিবীর এই বিরলতম ইতিহাসকে সম্মান জানাতে এবং তার সঙ্গে প্যারিসে আইসিস হামলার শিকার সমস্ত মানুষকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যেই অভিনব উদ্যোগ গ্রহন করেছে পশ্চিমবঙ্গ সরকার।

Updated By: Nov 24, 2015, 03:07 PM IST
পাশে থাকার বার্তা দিয়ে কলকাতায় আইফেল টাওয়ার

কলকাতা: এটাই কলকাতা। লন্ডন তো হবেই কিন্তু প্যারিস কেন বাদ যাবে? ইকো পার্কে এবার নির্মিত হতে চলেছে প্যারিসের আইফেল টাওয়ারের রেপলিকা। পৃথিবীর সপ্তম আশ্চর্যের মধ্যে একটি হল আইফেল টাওয়ার। পৃথিবীর এই বিরলতম ইতিহাসকে সম্মান জানাতে এবং তার সঙ্গে প্যারিসে আইসিস হামলার শিকার সমস্ত মানুষকে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যেই অভিনব উদ্যোগ গ্রহন করেছে পশ্চিমবঙ্গ সরকার।

আইফেল টাওয়ারের সঙ্গেই ইকো পার্কে শোভা পাবে তাজমহল, ব্রাজিলের যীশুর মূর্তি, চীনের প্রাচীর, পেরুর মাচু পিচু সভ্যতা এবং রোমের কলিসীয়াম। প্যারিসের আইফেল টাওয়ারের যে রপলিকা ইকো পার্কে তৈরি করা হবে, তার উচ্চতা হবে ৫৫ মিটার, যা আইফেল টাওয়ারের তুলনায় ৬ গুণ ছোট।

.