Live: ১০ লক্ষ টাকা পর্যন্ত স্টুডেন্ট ক্রেডিট কার্ডে অনুমোদন, জানালেন Mamata

Thu, 24 Jun 2021-3:45 pm,

Latest Updates

  • এখন রেল চালালে দুনিয়ার লোকে কোভিড ছড়াবে। অন্য জায়গায় কারফিউ হয়েছে। আমাদের তো দোকানপাট খোলা। সবজি বিক্রেতারা গাড়ি করে আসতে পারছে। 

  • মনোনয়ন যে কেউ জমা দিতে পারেন। মুকুল রায় তো বিজেপি পার্টির সদস্য। কালিম্পং থেকে সমর্থন দিয়েছে। আমরাও দেব। মানুষের ভোটে জিতে এসেছি। যাকে প্রয়োজন জেতাব। 

  • আগে নির্বাচন কমিশন উপনির্বাচন করার কথা বলুক। আমরা আমাদের সময় মতো করে দেব। ৭টা উপনির্বাচন বাকি। এটা করে নিলে আমরা বাদ বাকিটা করে নেব। 

  • ১০ লক্ষ টাকা ঋণে জামিনদার হবে রাজ্য সরকার। ৩০ জুন  আনুষ্ঠানিক সূচনা। নতুন স্টুডেন্ট ক্রেডিট কার্ড অনুমোদিত হয়েছে। সরকারই গ্যারেন্টার। ১০  বছর পশ্চিমবঙ্গে বসবাস করেছেন স্নাতক, স্নাতকোত্তর থেকে ডক্টরেট পর্যন্ত এই সুবিধা পাবেন। চাকরি হওয়ার পর ১ বছর পর ১৫ বছরের মধ্যে ঋণ ফেরত দিতে হবে। এটা অনলাইনে পাওয়া যাবে। 

     

  • কোভ্যাক্সিন অনুমোদিত না হওয়ায় শংসাপত্র দেখালে বিদেশে যেতে পারছেন না ছাত্রছাত্রীরা। এনিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছি। 

     

ZEENEWS TRENDING STORIES

By continuing to use the site, you agree to the use of cookies. You can find out more by Tapping this link