Live: আমপানে পড়ে যাওয়া গাছগুলি কোথায়? ৩ দিনের মধ্যে রিপোর্ট চাইলেন Mamata

Last Updated: Wednesday, June 2, 2021 - 15:50
Live: আমপানে পড়ে যাওয়া গাছগুলি কোথায়? ৩ দিনের মধ্যে রিপোর্ট চাইলেন Mamata

2 June 2021, 15:45 PM

অবসর নিয়ে ফেলেছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। সরকার পূর্ণ সহযোগিতা করবে তাঁকে। 

2 June 2021, 15:45 PM

ডিসেম্বরের মধ্যে গোটা দেশে টিকাকরণের লক্ষ্যমাত্রা কেন্দ্রের

ওটা গুজব। বিহারের ভোটের আগে বলেছিল সকলের টিকাকরণ করে দেব। ওদের কথার দাম নেই। ভাষণ দেওয়া সহজ। তারা টিকা পাঠাচ্ছে না রাজ্যকে। আর বলে দিচ্ছে, ডিসেম্বরের মধ্যে করে দেব। ৬ মাস লাগবে টিকাকরণে। রাজ্যের কাছেই নেই। রাজ্য সরকার নিজে থেকে ১৫০ কোটি টাকায় ভ্যাকসিন কিনেছে। ১.৪ কোটি হয়েছে। দিল্লি থেকে যা ইচ্ছে বলে কিন্তু কিছু করে না। সব রাজ্যকে বিনামূল্যে ভ্যাকসিন দিতে হবে।   

2 June 2021, 15:45 PM

নবীন পট্টনায়েক ফোন করেছিলেন। কেরলের মুখ্যমন্ত্রীও চিঠি দিয়েছেন। তাঁরা চাইছেন, কেন্দ্রীয় সরকারের বিনামূল্যে ভ্যাকসিন দেওয়া উচিত। আমরা সম্মত হয়েছি। 

2 June 2021, 15:45 PM

আলাপন বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করবেন না। চ্যাপ্টার ক্লোজড। 

2 June 2021, 15:30 PM

এক একটা সমুদ্রতটের দায়িত্ব দিন বণিকসভাদের।   

2 June 2021, 15:30 PM

৫ কোটি সুন্দরবন, ৫ কোটি দক্ষিণ ২৪ পরগনা ও ৫ কোটি উত্তর ২৪ পরগনায় ম্যানগ্রোভ লাগাতে হবে। বন ও পরিবেশ দফতরকে ১৫ কোটি ম্যানগ্রোভ গাছ লাগানোর প্রকল্প দেওয়া হোক। 

2 June 2021, 15:30 PM

প্রতিবছর বুুলবুল, আয়লা আসছে, আর টাকাগুলি জলে চলে যাচ্ছে। ১০ বা ২০ বছরে ভাঙবে না এমন বাঁধ তৈরি করতে হবে। একটা বিশেষজ্ঞ কমিটির পরামর্শ নিতে হবে। যেখানে কংক্রিট কাজ করবে না, সেখানে ম্যানগ্রোভ লাগাতে হবে। ৫ লক্ষ ম্যানগ্রোভ লাগিয়েছি। সাড়ে ৬ কোটি টাকা লেগেছে গাছ লাগাতে।  

2 June 2021, 15:30 PM

আমি বিশ্বাস করি অফিসাররা কেউ খারাপ নন। 

2 June 2021, 15:15 PM

সমুদ্র থেকে একটা নির্দিষ্ট জায়গা বাদ দিয়ে হোটেল তৈরি করতে হবে। 

2 June 2021, 15:15 PM

মেরিন ব্রিজের মতো ৭ কিলোমিটার রাস্তা হচ্ছে দিঘার সৈকতে। একটা ব্রিজ ফেলে রেখে সেচ দফতর। হকারদের দোকানগুলি আবাসন দফতর বা দিঘা উন্নয়ন পর্ষদ থেকে তৈরি করে দিতে হবে।   

2 June 2021, 15:15 PM

সৈকতের রাস্তায় পাথরগুলি ঠিকমতো লাগানো হয়নি। এটা নিয়ে তদন্ত হওয়া উচিত। ফাউন্ডেশনটাই ভুল হয়েছে। এটা দিঘার চিফ ইঞ্জিনিয়ারকে দায়িত্ব নিয়ে করতে হবে। 

 

2 June 2021, 15:15 PM

দিঘায় একটা পরিকল্পনা তৈরি করতে হবে। দিঘার সৌন্দর্যায়ন নষ্ট হয়েছে। পর্যটকরা বসেন। সেচ দফতরের একটা ব্রিজ এখনও হয়নি। সেটা করতে হবে। পাথরের চেয়ার বানাতে হবে।   

2 June 2021, 15:15 PM

আমপানে গাছ পড়ে গিয়েছিল। সেই গাছগুলি কোথায় আছে? ৩ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে। সেগুলি কীভাবে কাজে লাগাবে, সেনিয়ে সিদ্ধান্ত নিতে হবে। 

বছর বছর বাঁধ মেরামতি সম্ভব নয়। প্রকৃতিকে কাজে লাগাতে হবে। আমরা ৫ লক্ষ ম্যানগ্রোভ লাগিয়েছি।    

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।