Mamata Banerjee Vs Suvendu Adhikari: 'ছাব্বিশে মমতাকে ভবানীপুরে হারাব'
Mamata Banerjee Vs Suvendu Adhikari: শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে উত্তাল বিধানসভা।

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: একুশে বিধানসভা ভোটের ভরকেন্দ্র ছিল নন্দীগ্রাম। আর ছাব্বিশে? 'ছাব্বিশে ভবানীপুরে হারাব', মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুঁড়লেন বিরোধী দলনেতা শুভেন্দুর অধিকারী। সঙ্গে হুঁশিয়ারি, 'আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে। আপনি নিশ্চিন্ত থাকুন'।
আরও পড়ুন: Jadavpur Case: 'FIR-এ নাম আছে তাই ছাত্র হলেও রিলিফ নয়', যাদবপুর কাণ্ডে স্বস্তি নয় উদ্দীপনদের...
বিধানসভা বাইরে তখন বিক্ষোভ দেখাচ্ছিলেন বিজেপি বিধায়ক। শুভেন্দু বলেন, 'ছাব্বিশে ভবানীপুরে হারাব। আরও ৫ বছর হারার যন্ত্রণা বয়ে বেড়াতে হবে। যেভাবে নন্দীগ্রামে হারার যন্ত্রণায় চিত্কার করছেন। আপনি লোকসভা ভোটে আমার এলাকায় দাপিয়ে বেড়িয়েছেন। তার পরেও ১৬টা বিধানসভার ১৫টাকে কাঁথি, তমলুকে গোহারান হেরেছেন'।
ঘটনাটি ঠিক কী? শুভেন্দুর চ্যাংদোলা মন্তব্যে উত্তাল বিধানসভা। বিজেপি বিধায়কদের মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, 'আপনারা ধর্মীয় তাস খেলেন। সবথেকে বড় ধর্ম মানবতা। কোনও ধর্মকে অপমান করতে পারেন না'। এরপর বিরোধী দলের বিধায়করা যখন স্লোগান দিতে থাকেন, তখন মমতা বলেন, 'চেয়ারকে সম্মান করতে হয়'। শেষপর্যন্ত বিধায়ক সভা থেকে ওয়াক করেন বিজেপি বিধায়করা। বিধানসভার বাইরে শুরু হয় বিক্ষোভ।
সেই বিক্ষোভে বসে শুভেন্দু বলেন, 'আপনি দুর্গাপুজোর বিজয়া দশমীর দিন বদলাননি, মহরমের দিন পড়েছিল বলে? আপনার পুলিস, সব থানাতে মিটিং করে বলছে যে, স্পেশাল ডে শুক্রবার। ১১টার মধ্যে হোলি উত্সব শেষ করবেন। আপনার অ্যাডিশনাল এসপি বীরভূম, শান্তিনিকেতনের বিখ্যাত বসন্তোত্সব, সেখানে বলছে, আপনারা জানেন শুক্রবার দোল পড়েছে, ১০টার মধ্যে যা করার করে নেন। আপনি এই প্রথম চব্বিশ সালে অষ্টমীর দিন মদের দোকান খোলা রেখেছেন। যা ব্রিটিশরাও করেনি। ভারত জেতার পরে উলুবেড়িয়ায় আতশবাজি ফাটানোর জন্য ভারতীয়দের উপর আক্রমণ হয়'।
বিরোধী দলনেতার অভিযোগ, 'আপনি সরাসরি এদের আক্রমণ করেন। ছুটে চলে এসেছেন, লাফিয়ে। বিরোধী দলনেতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব! প্রশ্নোত্তরে থাকেন না। বিধায়করা প্রশ্ন করার সুযোগ পান না। আলোচনায় থাকেন না। বিধানসভাকে গুরুত্ব দেন না'। বলেন, অনেক বলেছেন আজে বাজে কথা। আপনার অবস্থা অরবিন্দ কেজরিওয়ালের মতো হবে। আপনি নিশ্চিন্ত থাকুন'।
আরও পড়ুন: Bidhannagar: 'আমন্ত্রণ জানিয়ে' কাউন্সিলরকে ফোনে প্রাণনাশের হুমকি! অশোকনগরের বাড়ি থেকে জালে যুবক...
এর আগে, গতকাল মঙ্গলবার শুভেন্দু বলেছিলেন, 'বিমান বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে হারাব। ওদের দলের যে ক'টা মুসলমান বিধায়ক জিতে আসবে, বিজেপি সরকারে আসবে চ্যাংদোলা করে তুলে রাস্তায় ফেলব'।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)