বিপাকে মমতার বিমান; জরুরি ভিত্তিতে অবতরণ কলকাতায়
জরুরি ভিত্তিতে কলকাতা বন্দরে অবতরণ করানো হল মুখ্যমন্ত্রীর বিমানের । ইন্ডিগো বিমানটির দিল্লি, লখনউ,কলকাতা এরপর ব্যাঙ্গালুরু উড়ে যাওয়ার কথা ছিল। সকাল থেকেই খারাপ আবহাওয়ার কারণে বেশ কয়েকবার রুট বদল করতে হয় বিমানটিকে।
Updated By: Nov 30, 2016, 11:48 PM IST