স্কুল পড়ুয়াদের যত্ন নেওয়ার পরামর্শ মেরি কমের, চিঠি লিখলেন রাজ্যের শিক্ষামন্ত্রীকে
স্কুল পড়ুয়ারাও জীবজন্তুদের নিয়ে ভাবুক। জানুক জীবজন্তুদের ওপর নির্যাতন করা ঠিক নয়। আর এই বিষয়টাই অন্তর্ভুক্ত হোক ৮ থেকে ১২ বছর বয়সী পড়ুয়াদের পাঠক্রমে। এই মর্মেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম।
স্কুল পড়ুয়ারাও জীবজন্তুদের নিয়ে ভাবুক। জানুক জীবজন্তুদের ওপর নির্যাতন করা ঠিক নয়। আর এই বিষয়টাই অন্তর্ভুক্ত হোক ৮ থেকে ১২ বছর বয়সী পড়ুয়াদের পাঠক্রমে। এই মর্মেই রাজ্যের শিক্ষামন্ত্রীকে চিঠি লিখলেন অলিম্পিকে পদকজয়ী বক্সার মেরি কম।
একইরকম চিঠি তিনি লিখেছেন অন্য রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকেও। মেরি লিখছেন, জীবজন্তুদের ওপর অত্যাচার বন্ধ করতে হলে ছোটদের মধ্যে তাদের প্রতি সহমর্মিতা জাগিয়ে তুলতে হবে। মেরি কমের মতে, আমাদের চারদিকে ক্রমশই হিংসার ঘটনা বেড়ে চলেছে। কিন্তু, সেখানে দাঁড়িয়েও ক্লাসরুমের মধ্যেই সহমর্মিতা আর সম্মান করতে শেখানো প্রয়োজন।