নিজস্ব প্রতিবেদন: অমিত শাহের আসন্ন কলকাতা সফরে বিক্ষোভ দেখানোর কর্মসূচি নিয়েছে সিপিএমের ছাত্র-যুবরা। ওই কর্মসূচিতে দলমত নির্বিশেষে ছাত্রসমাজ সামিল হওয়ার আহ্বান জানালেন সিপিএম নেতা মহম্মদ সেলিম। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

গত জানুয়ারি মাসে কলকাতায় এসেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ওই দিন শহরের রাস্তায় ব্যানার, পোস্টার, কালো পতাকা নিয়ে 'গো ব্যাক' স্লোগান দিয়েছিলেন বাম ও অতিবাম ছাত্ররা। ওই ঘটনার কথা স্মরণ করিয়ে বৃহস্পতিবার মহম্মদ সেলিম বলেন,''জানুয়ারি মাসেই দেখেছিলাম উত্তাল হয়েছিল কলকাতা। অন্যায়, অত্যাচার ও বিভাজনের বিরুদ্ধে বরাবরই সোচ্চার হয়েছে বাংলা। এবারও হবে।''


তবে বিক্ষোভে সিপিএম কর্মীদের নয়, বরং ছাত্র সমাজকে সামিল হওয়ার আহ্বান করেছেন সিপিএমের পলিটব্যুরোর সদস্য। তিনি বলেন, ''দিদিকে বলোতে বলে লাভ নেই। দিদি কিছু বলবেন না। পক্ষ নিতে হবে। আমাদের মুখ্যমন্ত্রী এনিয়ে চিন্তিত নন। নিজের অবস্থান বাঁচাতে ব্যস্ত উনি। সাধারণ মানুষকে পক্ষ নিতে হবে। ছাত্র সংগঠনগুলি কো-অর্ডিনেট করবে। কোনও রাজনৈতিক দল বা সম্প্রদায়ের প্রতিবাদ নয় এটা। কলকাতাকে রক্ষা করতে হবে। বিহারের নির্বাচনের আগে ঘৃণার হুঙ্কার আরও বাড়বে।''   


১ মার্চ কলকাতার শহিদ মিনারে অমিত শাহের সভা। ওই সভায় সিএএ-র সমর্থনে ভাষণ দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই দিন তাঁকে কালো পতাকা দেখানোর পরিকল্পনা বাম ছাত্র-যুবদের। গতকাল, বুধবার এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য বলেছিলেন,''কালো পতাকা দেখিয়ে দাঙ্গাবাজ অমিত শাহকে স্বাগত জানাব। ওনাকে কলকাতায় এলে ভয়ে থাকতে হবে। কলকাতার মাটিতে অমিত শাহ ধর্মের বীজ পুঁততে দেব না।'' একই সুরে DYFI-এর রাজ‍্যসম্পাদক সায়নদীপ মিত্রও জানান,নরেন্দ্র মোদীকে যেভাবে বাংলায় স্বাগত জানানো হয়েছিল, সেই ভাষাতেই অমিত শাহকে স্বাগত জানান হবে।      


আরও পড়ুন- টাকা নিচ্ছেন তৃণমূলের বিধায়ক-মন্ত্রীরা, স্টিং-ভিডিয়ো দেখালেন কৈলাসরা