ওয়েব ডেস্ক: রাজ্যে তৃতীয় দফায় নির্বাচনী প্রচারে এসে তৃণমূল সরকারকে চাঁছাছোলা আক্রমণ প্রধানমন্ত্রীর। পরাজয় স্বীকার করে নিয়েছে । তাই এবার কমিশনকে আক্রমণের পথে তৃণমূল। মন্তব্য নরেন্দ্র মোদীর।  দুর্নীতি থেকে সিন্ডিকেট , বাদ দিলেন না কোনও ইস্যুই। প্রধানমন্ত্রীর আক্রমণ থেকে বাদ যায়নি বাম-কংগ্রেস জোটও।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

'শুভ নববর্ষ', মিষ্টি সম্ভাষণে বক্তৃতা শুরু করেছিলেন। কিন্তু বক্তৃতা যত এগিয়েছে ঝাঁঝ বেড়েছে ততই। পরাজয় নিশ্চিত বুঝেই কমিশনকে পাখির চোখ করেছে তৃণমূল। অভিযোগ প্রধানমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মুখ্য সচিবের শোকজের জবাব দেওয়ায় সরকারি ক্ষমতার অপব্যহার হয়েছে। মন্তব্য নরেন্দ্র মোদীর। কিছুটা যেন হুঁশিয়ারিও।


সারদা থেকে নারদ। দুর্নীতি ইস্যুতেও রাজ্যকে কোণঠাসা করেছেন প্রধানমন্ত্রী।


নিশানা করেছেন সিন্ডিকেট নিয়েও। আক্রমণের আগুন থেকে জোটকেও রেয়াত করেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।