নিজস্ব প্রতিবেদন: জেপি নাড্ডার নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি লিখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। পর্যাপ্ত নিরাপত্তার না থাকার অভিযোগ জানিয়েছে দিলীপ ঘোষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: ফের বাড়ল তাপমাত্রা, কুশায়া ঘেরা ডিসেম্বরের শহরে শীত অধরাই


বিজেপির সর্বভারতীয় সভাপতি নাড্ডা দুদিনের প্রভাস প্রোগ্রাম সফরে পশ্চিমবঙ্গ সফরে এসেছেন। সেখানে নাড্ডার একাধিক কর্মসূচির সময় পুলিস প্রয়োজনীয় নিরাপত্তা দেয়নি। বরং উদাসীনতা দেখিয়েছেন বলে উল্লেখ করলেন বিজেপির রাজ্য সভাপতি। রাজ্য পুলিসের গা ছাড়া মনোভাবের অভিযোগ করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীকে লেখা চিঠিতে। 


দিলীপের আরও অভিযোগ, বৃহস্পতিবার সকালে হেস্টিংসে ভারতীয় জনতা পার্টির দলীয় কার্যালয়ের সামনে হাতে লাঠি নিয়ে দুশোর বেশি জনতা জড়ো হয়েছিল। কালো পতাকা দেখানো হয়েছে। রাজ্যের পুলিস তাদেরও বাধা দেয়নি। এমনকী অভিযোগ নাড্ডার গাড়ির কাছেও পৌঁছে গিয়েছিল মারমুখী জনতা।