শ্রেয়সী গঙ্গোপাধ্যায়: রাজভবনে এবার প্রধানমন্ত্রী ঘনিষ্ঠ প্রাক্তন আমলা। 'শুধু পশ্চিমবঙ্গ নয়, আমার কাছে গোটা দেশের বেশ কিছু তথ্য আছে। কাজে যোগ দেওয়ার পর নিজে সবটা খতিয়ে দেখব'। জি ২৪ ঘণ্টাকে প্রথম প্রতিক্রিয়া দিলেন বাংলার নতুন রাজ্যপাল ড: সি ভি আনন্দ বোস। টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ও দলের সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

বাংলার রাজ্য়পাল তখন জগদীপ ধনখড়। রাজভবনের সঙ্গে নবান্নের সংঘাতের চরমে পৌঁছে গিয়েছিল। এরপর যখন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে তাঁর নাম ঘোষণা করা হয়, তখন রাজ্যপাল পদ থেকে ইস্তফা দেন ধনখড়। এ রাজ্যের অতিরিক্ত দায়িত্ব সামলাচ্ছিলেন মণিপুরের রাজ্যপাল লা গণেশন। অবশেষে স্থায়ী রাজ্যপাল পেল বাংলা।


এদিন রাষ্ট্রপতি ভবন থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, লা গণেশনের বদলে বাংলায় স্থায়ী রাজ্যপাল হচ্ছেন ড: সি ভি আনন্দ বোস।  ১৯৭৭ সালের এই আইএএস অফিসার এখন মেঘালয় সরকারের মুখ্য উপদেষ্টা পদে কর্মরত। বাংলায় সাংবিধানিক দায়িত্ব কীভাবে সামলাবেন? জি ২৪ ঘণ্টাকে নতুন রাজ্যপাল জানালেন, 'গণতন্ত্র, উন্নয়ন ও দুর্নীতিমুক্ত প্রশাসন। কাজে যোগ দেওয়ার পর এই তিনটে জিনিসেই প্রথমে নজর দেব।শুধু পশ্চিমবঙ্গ নয়, আমার কাছে গোটা দেশের বেশ কিছু তথ্য আছে। কাজে যোগ দেওয়ার পর নিজে সবটা খতিয়ে দেখব'। সঙ্গে যোগ করলেন, 'প্রত্যেকের কাজ পরিধি সংবিধানেই নির্দিষ্ট করে বলা আছে। আমি মনে করি না, গণতন্ত্রে এমন কোনও পরিস্থিতি তৈরি হতে পারে যেটা সংবিধানের এক্রিয়ারে থেকে মোকাবিলা করা যায় না।  সরকারের সঙ্গে সুসম্পর্ক রেখে চলব এবং অবশ্যই মানুষের জন্য কাজ করব'।


রাজনৈতিক মহলে কী প্রতিক্রিয়া? সম্প্রতি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাংলা খুব তাড়াতাড়ি রাজ্য়পাল নিয়োগের কথা জানিয়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। টুইট করে নতুন রাজ্য়পালকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি। বাদ যাননি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও।


 



 



 



তৃণমূলের অভিযোগ, জগদীপ ধানখড়ের সময়ে রাজভবন কার্যত বিজেপি কার্যালয়ে পরিণত হয়েছিল। বস্তুত, তখন বিভিন্ন অভিযোগ নিয়ে বারবারই রাজ্যপালের দ্বারস্থ হতে দেখা গিয়েছে শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়কদের। কিন্তু লা গণেশন অস্থায়ী রাজ্যপাল হওয়ার পর পরিস্থিতি বদলে যায়। এবার কী হবে? সেদিকেই নজর রাজনৈতিক মহলের। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)