Modi in Bengal: নজরে ছাব্বিশ, চলতি মাসেই বাংলায় মোদী!
ফের বঙ্গ সফরে মোদী! কবে? চলতি মাসেই। আগামী ২৪ এপ্রিল বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর জনসভা হতে পারে কলকাতা বা লাগোয়া কোনও জেলায়। সূত্রের খবর তেমনই।

মৌমিতা চক্রবর্তী: ফের বঙ্গ সফরে মোদী! কবে? চলতি মাসেই। আগামী ২৪ এপ্রিল বাংলায় আসতে পারেন প্রধানমন্ত্রী। কেন্দ্রীয় সরকারি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। এরপর জনসভা হতে পারে কলকাতা বা লাগোয়া কোনও জেলায়। সূত্রের খবর তেমনই।
বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশে আগে সুপ্রিম কোর্টে নির্দেশ চাকরি গিয়েছে ২৬ হাজার শিক্ষকের। তার উপর ওয়াকফ সংশোধনী প্রতিবাদে এখন রীতিমতো উত্তাল মুর্শিদাবাদ। সঙ্গে মালদাও। পরিস্থিতি এমনই যে, আইনশৃঙ্খলা মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।
এদিকে রাজ্য সরকারের বিরুদ্ধে যখন সুর চড়াচ্ছে বিরোধীরা, ঠিক তখনই বাংলায় আসছে স্বয়ং মোদী! যদিও তাঁর এই সফর এখনও চূড়ান্ত নয়। রাজনৈতিক মহলের মতে, শেষপর্যন্ত যদি মোদী আসেন এবং জনসভা করেন, তাহলে সেই সভা থেকে আনুষ্ঠানিকভাবে ছাব্বিশে বিধানসভা ভোটের প্রচার বিজেপির প্রচার শুরু হয়ে যাবে।
এর আগে, চব্বিশে লোকসভা ভোটের প্রচারে বেশ কয়েক দফায় বঙ্গ সফরে এসেছিলেন মোদী। গোটা রাজ্য়ে কার্যত চষে বেড়িয়েছিলেন। যদিও বিজেপির ফল আশানূরূপ হয়নি। ১৮ থেকে কমে আসনসংখ্যা হয়ে যায় ১২।
আরও পড়ুন: Waqf Protest: 'বাংলাকে বাংলাদেশ হতে দেব না', ৪ জেলায় আফস্পা লাগুর দাবি বিজেপি সাংসদের
আরও পড়ুন: SSC Case: অনশন তুলে নিলেন ৩ চাকরিহারা শিক্ষক, বড় আন্দোলনের হুঁশিয়ারি
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)