Narendra Modi in Bengal: একুশে জুলাইয়ের আগেই বঙ্গ সফরে মোদী! কলকাতায়...

ফের রাজ্যে মোদী। একুশের জুলাইয়ের আগে বাংলার আসছেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে হবে জনসভা। সেদিন মঞ্চে থাকবেন বঙ্গ বিজেপি সমস্ত শীর্ষ নেতারা। মোদীর সফরের প্রস্তুতিতে ৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর তেমনই।

তনুময় ঘোষাল | Updated By: Jul 4, 2025, 08:41 PM IST
Narendra Modi in Bengal: একুশে জুলাইয়ের আগেই বঙ্গ সফরে মোদী! কলকাতায়...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ফের রাজ্যে মোদী। একুশের জুলাইয়ের আগে বাংলার আসছেন প্রধানমন্ত্রী। দমদম সেন্ট্রাল জেলের মাঠে হবে জনসভা। সেদিন মঞ্চে থাকবেন বঙ্গ বিজেপি সমস্ত শীর্ষ নেতারা। মোদীর সফরের প্রস্তুতিতে ৭ সদস্য কমিটি গঠন করা হয়েছে। সূত্রের খবর তেমনই।

আরও পড়ুন:  CPIM: ছাব্বিশের আগেই পরিবর্তন! সবাই দল বদলে সিপিএমে, তৃণমূলের পার্টি অফিসে উড়ল লাল পতাকা...

বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট। ছাব্বিশের আগে একে অপরকে এক ইঞ্জিও জমি ছাড়তে নারাজ শাসক ও বিরোধীরা। তৃণমূল যখন একুশে জুলাইয়ের প্রস্তুতি শুরু করে দিয়েছে, তখন পাল্টা মোদী-চালে মাত দিতে তৈরি হচ্ছে বিজেপিও। সূত্রের খবর, দমদম সেন্ট্রাল জেলের মাঠের সভা থেকে বড় কোনও চমক দিতে পারেন মোদী। এর আগে, অপারেশন সিঁদুরের পর মে মাসে বাংলায় এসেছিলেন তিনি। সভা করেছিলেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে।

আরও পড়ুন:  Nandigram Cooperative Election: রাস্তায় দেদার বিলোচ্ছে লাড্ডু, উড়ছে গেরুয়া আবির! নন্দীগ্রামে খাতাই খুলতে পারল না তৃণমূল...

এদিকে ছাব্বিশের ভোটে বঙ্গ বিজেপির 'ক্যাপ্টেন' শমীক ভট্টাচার্য। সুকান্ত ভট্টাচার্য এখন কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর বদলে বিজেপির রাজ্য সভাপতি পদে শমীক। গতকাল বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নাম ঘোষণার পর তিনি বলেন, 'এবার দুশো পার নয়, তৃণমূলকে পরপারে পাঠাব'! সঙ্গে কংগ্রেস ও সিপিএম কটাক্ষ, 'ভোট কাটার রাস্তায় গিয়ে ঘুরপথে মমতাকে আনবেন না। সরাসরি তৃণমূলের হয়ে পথে নামুন। বিজেপি লড়াই করবে'।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.