Robotic Surgery: এগিয়ে বাংলা! সরকারি হাসপাতালে এবার রোবটই করবে সার্জারি...
Medical Treatment: বেসরকারি হাসপাতালগুলোতে রোবটিক সার্জারিতে লাখ লাখ টাকা খরচ। যার জন্য এসএসকেএমে নির্দিষ্ট সার্জন রাখার কথা ভাবছেন স্বাস্থ্যকর্তারা। বুধবার রোবোটিক সার্জারি নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক স্বাস্থ্যভবনে।

অয়ন শর্মা: রাজ্যে প্রথম সরকারি হাসপাতালে বসতে চলেছে রোবট। পূর্ব ও উত্তর পূর্ব ভারতের মধ্যে প্রথম রোবোটিক সার্জারির রোবট বসতে চলেছে এসএসকেএম হাসপাতালে। পূর্ব এবং উত্তর-পূর্ব ভারতের কোনও এইমস- এও নেই এই রোবট। কেমব্রিজ মেডিকেল রিসার্চ- নামে ব্রিটেনের কোম্পানির রোবট দ্রুত বসতে চলেছে এসএসকেএম হাসপাতালে।
দরপত্র হয়ে গিয়েছে। এমনকী অর্ডারও পাশ হয়ে গিয়েছে। ৫ কোটি ৭৫ লাখ প্লাস ট্যাক্স এই রোবটের দাম। মোট দাম পড়ছে ৬ কোটি ৪৪ লাখ টাকা। ইউরোলজি, শল্য, হৃদরোগ, গ্যাস্ট্রোএন্টেরোলজি, স্ত্রী রোগ, বক্ষ রোগ, কিডনি এবং হেড অ্যান্ড নেক, স্তন, কোলন-ক্যানসারের জটিল অস্ত্রোপচারে রোবোটিক সার্জারির প্রয়োজনীয়তা ক্রমশ বাড়ছে।
বেসরকারি হাসপাতালগুলোতে রোবটিক সার্জারিতে লাখ লাখ টাকা খরচ। তবে এসএসকেএম হাসপাতালে সেই অপারেশন হবে সম্পূর্ণ বিনামূল্যে। জানা গিয়েছে, ধাপে ধাপে কলকাতা মেডিক্যাল কলেজ এবং চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল ক্যানসার ইনস্টিটিউটে আসবে নতুন রোবট। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, বছর দু’য়েক আগে থেকে রোবোটিক অস্ত্রোপচারের পরিকাঠামো তৈরি শুরু করে এসএসকেএম।
রোবটের পাঁচটা হাত, যার মধ্যে একটায় ধরা থাকবে ক্যামেরা। বাকি চার হাতে সে করবে কিডনি, প্রস্টেট, ওপেন হার্ট, গাইনোকলজি, হেড অ্যান্ড নেক সার্জারি। উল্লেখ্য, পূর্ব ভারতের কোনও সরকারি হাসপাতালে রোবটিক সার্জারি হয় না।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)