নীতুর পর সারদার নিশানায় এবার সাংসদ ইমরান সহ আরও দুই তৃণমূল সাংসদ

সারদা মামলার জাল গোটাতে এবার প্রভাবশালীদেরই টার্গেট করছে সিবিআই ও ইডি। নীতুর পর নিশানায় রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান সহ আরও দুই তৃণমূল সাংসদ। গ্রেফতার হতে পারেন সারদা ঘনিষ্ঠ এক প্রাক্তন পুলিস কর্তা।  সিবিআই জেরা করবে শাসকদল ঘনিষ্ঠ এক বুদ্ধিজীবীকেও।    

Updated By: Aug 21, 2014, 08:28 PM IST
নীতুর পর সারদার নিশানায় এবার সাংসদ ইমরান সহ আরও দুই তৃণমূল সাংসদ

ওয়েব ডেস্ক: সারদা মামলার জাল গোটাতে এবার প্রভাবশালীদেরই টার্গেট করছে সিবিআই ও ইডি। নীতুর পর নিশানায় রাজ্যসভার সাংসদ আহমেদ হাসান ইমরান সহ আরও দুই তৃণমূল সাংসদ। গ্রেফতার হতে পারেন সারদা ঘনিষ্ঠ এক প্রাক্তন পুলিস কর্তা।  সিবিআই জেরা করবে শাসকদল ঘনিষ্ঠ এক বুদ্ধিজীবীকেও।    

বস্ত্রমন্ত্রীর সঙ্গে সারদা কর্তার সিমেন্ট কারখানা নিয়ে লেনদেনে সামনে এসেছে রাজনৈতিক মধ্যস্থতা। মধ্যস্থতাকারী আত্মসাত করেছেন কয়েক কোটি টাকা। ঠিক একইরকমভাবে কোপাইয়ের রিসর্ট কেনা বেচায় এক কোটি টাকারও বেশি আত্মসাত করেছেন কাট মানি।  

দেবব্রত সরকারের বিরুদ্ধে সিবিআইয়ের আনা অভিযোগ অস্পষ্ট এমনটাই আদালতে দাবি করেছিলেন তাঁর আইনজীবীরা। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আদালতে জমা দেওয়া বাজেয়াপ্ত নথির তালিকা দেখে নীতুর জামিনের আর্জি খারিজ করতে সময় নেননি বিচারক। তদন্তকারীদের দাবি, বাজেয়াপ্ত নথির মধ্যেই রয়েছে সারদা গোষ্ঠীর সঙ্গে  রাজনীতিবিদদের যোগাযোগের সূত্র।

ধৃত ইস্টবেঙ্গল কর্তা দেব্রবত সরকার ওরফে নীতু সরাসরি সারদার সঙ্গে যুক্ত ছিলেন। সেবি ও আরবিআইয়ের মতো আর্থিক নিয়ামক সংস্থাগুলির সঙ্গে মধ্যস্থতার জন্য প্রতিমাসে টাকা নিতেন লাল-হলুদ কর্তা। এমনই দাবি সারদা কর্তা সুদীপ্ত সেনের। অন্যদিকে, সারদাকাণ্ডে গতকাল নীতুর গ্রেফতারের পর আজ তাঁর ঘনিষ্ঠ ছজনের বাড়িতে তল্লাসি চালাতে পারে সিবিআই।

ইতিমধ্যেই তলব করা হয়েছে কলকাতার দুই ব্যবসায়ীকে। তল্লাসি চালানো হতে পারে মুম্বইয়ের এক ব্যবসায়ীর বাড়িতেও।

সেবি ও আরবিআইয়ের সঙ্গে সারদার টাকা লেনদেনে মধ্যস্থতা করতেন ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। দাবি সুদীপ্ত সেনের। আরও ছজনের বাড়িতে তল্লাসির তোড়জোড় সিবিআইয়ের।

.