নিজস্ব প্রতিবেদন: শহরে মধুচক্র। বুধবার সন্ধে নাগাদ ২২৮বি রাসবিহারী অ্যাভিনিউর একটি চারতলা বাড়ি থেকে মধুচক্রে জড়িত থাকার অভিযোগে ৫ মহিলা সহ মোট ১০ জনকে গ্রেফতার করে গড়িয়াহাট থানার পুলিশ।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-বেড়েছে বহর, বিধানসভায় স্পিকারের কাছে বড় ঘর চাইল বিজেপি  


ধৃতদের মধ্যে একজন ম্যানেজারও রয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই বাড়িটির তিনতলা এবং চারতলা জুড়ে মধুচক্র চলত।



এদিন সন্ধে নাগাদ সোর্স মারফত এই খবর পায় পুলিশ। এরপরই সেখানে হানা দেন তারা। সেখান থেকে হাতে-নাতে ওই দশজনকে গ্রেফতার করেন তাঁরা।


আরও পড়ুন-অশান্ত ভাটপাড়ায় রাজনৈতিক জমি পুনরুদ্ধারে জোড়া কৌশল তৃণমূলের?   


তবে কতদিন ধরে ওই বাড়িটিতে মধুচক্র চলত? এর মূল পাণ্ডাই বা কে? সে বিষয় তদন্ত শুরু করেছে গড়িয়াহাট থানার পুলিশ। অপরদিকে, এদিন রাতেই ধৃতদের মেডিকেল করানোর জন্য হাসপাতালে নিয়ে যায় পুলিশ। আজ বৃহস্পতিবার তাদের প্রত্যেককে কোর্টে তোলা হবে।