এসএফআইয়ের দখলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সান্ধ্য বিভাগ

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টির ছাত্র সংসদ নির্বাচনে সান্ধ্য বিভাগের দখল নিজেদের হাতেই রাখল এসএফআই। গত দুটি মেয়াদে এসএফআই  জিতলেও এবছর দিবা বিভাগে জয়লাভ করেছে ফ্যাস ডিএসও জোট। গত দুটি মেয়াদে দিবা ও সান্ধ্য দুটি বিভাগই ছিল এসএফআইয়ের দখলে।

Updated By: Mar 15, 2012, 06:24 PM IST

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আর্টস ফ্যাকাল্টির ছাত্র সংসদ নির্বাচনে সান্ধ্য বিভাগের দখল নিজেদের হাতেই রাখল এসএফআই। গত দুটি মেয়াদে এসএফআই  জিতলেও এবছর দিবা বিভাগে জয়লাভ করেছে ফ্যাস ডিএসও জোট। গত দুটি মেয়াদে দিবা ও সান্ধ্য দুটি বিভাগই ছিল এসএফআইয়ের দখলে।
ফ্যাস ,ডিএসও জোটের দাবি ক্যাম্পাসিং, গবেষণা সহ বিভিন্ন ক্ষেত্রে এসএফআই ভাল কাজ না করায় ছাত্রছাত্রীরা তাদের ভোট দিয়েছে। হারজিত নিয়ে কোনও মন্তব্য না করলেও এসএফআইয়ের বক্তব্য গণতান্ত্রিক পরিবেশে ভোট হওয়াটাই ছিল সবথেকে গুরুত্বপূর্ণ। অন্যান্য কলেজে ছাত্র সংসদ নির্বাচনে মনোনয়ন জমা দেওয়াতেই যেখানে বাধার মুখে পড়তে হচ্ছে এসএফআইকে সেখানে যাদবপুরে সুষ্ঠুভাবে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা করা গেছে বলে জানিয়েছে যাদবপুর এসএফআই নেতৃত্ব।

.