Sheikh Shahjahan: জাল নথিতে অস্ত্রের লাইসেন্স? ফের বিপাকে সন্দেশখালির সেই শাহজাহান...
Sheikh Shahjahan: জেলে গিয়ে শাহজাহানকে জেরা সিবিআইয়ে। আদালতে রিপোর্ট দিতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

পিয়ালী মিত্র: ফের বিপাকে শাহজাহান শেখ। একদা সন্দেশখালির এই দাপুটে তৃণমূল নেতার ঘনিষ্ঠের বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় এবার আদালতে রিপোর্ট জমা দিতে চলেছে সিবিআই(CBI)। জেলে গিয়ে শাহজাহানকে জেরাও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
ঘটনাটি ঠিক কী? গত বছরের এপ্রিল মাসে শাহজাহান ঘনিষ্ঠ আবু তালেবের বাড়ি থেকে উদ্ধার হয়। সিবিআই সূত্রে দাবি, তখন চারটি লাইসেন্সও পাওয়া গিয়েছিল। এ রাজ্যের নয়, ওই লাইসেন্সগুলি নাগাল্যান্ড থেকে ইস্যু করা হয়েছে। জাল নথি ব্যবহার করে আবু তালেব-সহ আরও বেশ কয়েকটি ঘনিষ্ঠের শাহজাহানই অস্ত্র লাউসেন্স বানিয়ে দেয় বলে অভিযোগ। সেই মামলাতেও খুব তাড়াতাড়ি চার্জশিট দেওয়া হবে বলে খবর।
এদিকে জেলে বসেই নাকি ফোনে হুমকি দিচ্ছেন শাহজাহান! কীভাবে? রবীন মণ্ডল নামে এক ব্যক্তির অভিযোগ, ১৫ ফেব্রুয়ারি দুপুর ২ টোর পর জেল থেকে শাহজাহান ঘনিষ্ঠ মোফিজুলের মোল্লার মোবাইল নম্বর থেকে ফোন করে রবীন মণ্ডলকে হুমকির দেওয়া হয়েছে। পুলিস সূত্রে দাবি, প্রাথমিক অনুসন্ধানে তেমন কোনও প্রমাণ মেলেনি। সংশ্লিষ্ট দিনের সংশ্লিষ্ট সময়ে মফিজুলের নম্বরে কোনও ফোন বা মেসেজ আসেনি। কল রেকর্ড থেকে জানা গিয়েছে, ওই দিন মফিজুলের নম্বরে যে কলগুলি এসেছিল, সেই নম্বরগুলি মফিজুলের আত্মীয় ও পরিচিত ব্যক্তিদের। তাহলে কেন এমন অভিযোগ? রবীন মণ্ডলকেই জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস।
আরও পড়ুন: Bankura: পুকুর কাটা নিয়ে তুলকালাম, ভাই ভাইয়ের সঙ্গে এমন করতে পারে! আছড়ে পড়ল জনতার রোষ....
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)